শুভেন্দুর ঘনিষ্ট তাপসীকে কাড়লেন মমতা, বিজেপিতে আরও ভাঙনের ইঙ্গিত

বিনা ভোটে হলদিয়ার দখল নিল তৃণমূল! বিজেপির বিধায়ক তাপসী মন্ডল ঢুকে গেলেন তৃণমূলে। দল বদলের খেলার সিপিআইএম ছেড়ে বিজেপি হয়ে এবার তৃণমূল কংগ্রেসে ঢুকেছেন তিনি।…

বিনা ভোটে হলদিয়ার দখল নিল তৃণমূল! বিজেপির বিধায়ক তাপসী মন্ডল ঢুকে গেলেন তৃণমূলে। দল বদলের খেলার সিপিআইএম ছেড়ে বিজেপি হয়ে এবার তৃণমূল কংগ্রেসে ঢুকেছেন তিনি।

আগামী ২০২৬ বিধানসভা ভোটের আগে তাপসী মণ্ডলের বিজেপি ত্যাগের পরেই তৃণমূলের ইঙ্গিত আরও ভাঙবে। উল্লেখ্য নির্বাচনের আগে

   

প্রথম ভাঙন ধরলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে। বিধায়ক তাপসী মণ্ডল ছিলেন শুভেন্দুর ঘনিষ্ঠ। তিনি বিজেপি পরিষদীয় দলের সদস্য ছিলেন। বিধায়ক সংখ্যা কমল আর খাতায় কলমে হলদিয়া বিজেপির হাতছাড়া হয়ে গেল।

বিধানসভা ভোটের আগে বিজেপির বিধায়কদের বড় অংশ তৃণমূলে যোগ দিতে পারেন বলে তীব্র জল্পনা। পূর্ব মেদিনীপুরে ক্রমে কোণঠাসা হতে শুরু করেছেন শুভেন্দু। তিনি নিজে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন। তবে বঙ্গ বিজেপির নেতাদের মধ্যে সমঝোতার অভাব স্পষ্ট। ফলে ঘরে বাইরে শুভেন্দু অধিকারী প্রবল চাপে।

Advertisements

দলবদলের পর তাপসী মণ্ডল বলেন, বাংলায় যে বিভাজনের রাজনীতি চলছে সেটা আমার পক্ষে দিনের পর দিন মেনে নেওয়া কঠিন। একাধিক বার প্রতিবাদ করার পরেও লাভ হয়নি। বাংলাকে রক্ষা করতে, বেকারদের কর্মসংস্থান বাড়াতে, সর্বোপরি সামাজিক উন্নয়নের জন্য মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত হলাম।

তাপসী দলবদলু বলে বিখ্যাত। তিনি সিপিআইএম ছেড়ে বিজেপি হয়েছিলেন। এবার গেলেন তৃণমূলে। তার দলবদল রাজনীতিতে হলদিয়াবাসী বারবার চমকে যান।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News