কী কারণে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারছে না বর্ষা? 

উত্তরবঙ্গে সপ্তাহ খানেক আগেই প্রবেশ করেছে বর্ষা (Monsoon West Bengal)। তারপর থেকে ঝেঁপে বৃষ্টি হচ্ছে উত্তরের ওপরের পাঁচ জেলায় (কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং)। কিন্তু…

উত্তরবঙ্গে সপ্তাহ খানেক আগেই প্রবেশ করেছে বর্ষা (Monsoon West Bengal)। তারপর থেকে ঝেঁপে বৃষ্টি হচ্ছে উত্তরের ওপরের পাঁচ জেলায় (কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং)। কিন্তু দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে, তা এখন নিশ্চিতভাবে বলতে পারছে না হাওয়া অফিস। আপাতত তীব্র গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর।

কী কারণে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশে দেরি হচ্ছে

   

অস্বস্তিকর ভ্যাপসা গরমে জেরবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ। প্রতিদিনই নিয়ম করে পশ্চিমাঞ্চলের জেলায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে কিন্তু তা থেকে বঞ্চিত থাকছে কলকাতা ও সংলগ্ন অঞ্চল। এর মূল কারণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত বাতাস বজ্রগর্ভ মেঘের কোষকে বিনষ্ট করে দিচ্ছে।

পশ্চিমা জেট সক্রিয়তার কারণে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনও বিলম্বিত হচ্ছে। জোরালো পশ্চিমা বাতাসের ঠেলায় প্রবেশ করতে পারছে না বর্ষা। আপাতত কিছুদিন বিক্ষিপ্ত ধরণের বৃষ্টিই চলবে। বর্ষা কবে আসবে এখনই বলা যাচ্ছে না। বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টিতেও বাধার কারণ হচ্ছে পশ্চিমা জেট। বায়ুপ্রবাহের অভিমুখ বদল না হওয়া পর্যন্ত গরম চলবে।

সকাল সকাল সুখবর! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস

কেমন থাকবে আজকের আবহাওয়া

আজ, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। সপ্তাহান্তে ঝড়-বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমের দাপট থাকবে। তাপপ্রবাহের সম্ভাবনাও থাকছে।

পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি

পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায় চরম তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তাপপ্রবাহ হতে পারে ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলাতেও। হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও গরম ভালোই থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও সামগ্রিক পরিস্থিতি অস্বস্তিকর থাকবে।

সবচেয়ে সস্তা দার্জিলিং-মালদহে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় পেট্রোলের দাম জানুন

কলকাতার আবহাওয়া

আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ২৯-৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দিনভর অস্বস্তিকর পরিবেশ থাকবে।

প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আরও চার-পাঁচ দিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে। আজ উত্তরের ওপরের পাঁচটি জেলায় (দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি) ভারী থেকে অতিভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। ধস নামতে পারে পার্বত্য এলাকায়।

ভোট মিটতেই কল্পতরু মমতা! কৃষকদের ৩০০০ কোটি টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার