ফের সক্রিয় বর্ষা, দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, উত্তরে অতি ভারী বর্ষণের সতর্কতা

কলকাতা: সপ্তাহের শুরুতেই ফের সক্রিয় বর্ষা। সকাল হতেই দক্ষিণবঙ্গের আকাশ ঢেকেছে মেঘে, কোথাও কোথাও শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে রাজ্যের বেশিরভাগ…

West Bengal heavy rain forecast

কলকাতা: সপ্তাহের শুরুতেই ফের সক্রিয় বর্ষা। সকাল হতেই দক্ষিণবঙ্গের আকাশ ঢেকেছে মেঘে, কোথাও কোথাও শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে রাজ্যের বেশিরভাগ জেলাতেই চলবে বৃষ্টির দাপট। কোথাও বজ্রবিদ্যুৎ, কোথাও আবার অতি ভারী বর্ষণের সম্ভাবনা (Monsoon Revives in West Bengal)।

দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র-সহ বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৫ অগাস্ট থেকে ১০ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোথাও কোথাও আকাশ চিরে নামবে বজ্রপাত। সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া।

   

বুধবার বিশেষ সতর্কতা জারি হয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও নদিয়ায়— কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি

বর্ষার প্রকৃত রূপ দেখা যেতে পারে উত্তরবঙ্গে। হাওয়া অফিস জানাচ্ছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে আগামী কয়েক দিনে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৫ অগাস্ট থেকে ৮ অগাস্ট পর্যন্ত দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে। ৭ অগাস্ট ভারী বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর ও মালদাতেও।

Advertisements

পাহাড়ি ও নদীঘেঁষা এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

বর্ষার দ্বিতীয় ইনিংস আরও জোরালো হতে চলেছে

আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাস, বর্ষার দ্বিতীয়ার্ধ অর্থাৎ অগাস্ট ও সেপ্টেম্বর— স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপ্রবণ হতে পারে। ফলে কৃষি থেকে জনজীবন— সব কিছুর উপরই তার প্রভাব পড়তে চলেছে।

কলকাতায় তাপমাত্রা কত?

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১ থেকে ৯৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।

তাপমাত্রা স্থিতিশীল, তবে বৃষ্টি চলবে

দক্ষিণ ও উত্তর- দুই বঙ্গেই আপাতত তাপমাত্রায় বড় কোনও ওঠানামার সম্ভাবনা নেই। তবে বৃষ্টির ছন্দ চলবে টানা কয়েক দিন।