নিম্নচাপের খাঁড়া, দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির হুঁশিয়ারি, ভিজবে উত্তরবঙ্গও

কলকাতা: দক্ষিণবঙ্গের ওপর চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টির (Monsoon Rains) সম্ভাবনা রয়েছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা…

Monsoon Rains West Bengal

কলকাতা: দক্ষিণবঙ্গের ওপর চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টির (Monsoon Rains) সম্ভাবনা রয়েছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে নিম্নচাপটি অবস্থান করছে ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায়। মধ্যপ্রদেশের নিম্নচাপের সঙ্গে যুক্ত হয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর ফলে উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, জারি লাল সতর্কতা

আজ, সোমবার থেকে শুরু করে আগামী ১৫, ১৬ ও ১৭ জুলাই, টানা তিনদিন দক্ষিণবঙ্গজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে লাল সতর্কতা জারি করেছে। একইসঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

   

১৮ জুলাই থেকে সাময়িক বিরতি, ফের বৃষ্টি ২০ জুলাই থেকে

আবহাওয়া দফতর জানাচ্ছে, ১৮ জুলাই থেকে বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও, ২০ জুলাই থেকে আবারও বৃষ্টির দাপট ফিরে আসতে পারে। লাগাতার বৃষ্টির ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে, নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা, ধসের আশঙ্কা

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুরে ১৫ ও ১৬ জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৭ জুলাই থেকে বৃষ্টি কিছুটা কমবে। তবে পাহাড়ি অঞ্চলে ধস নামার সম্ভাবনা থাকায় পর্যটক ও স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisements

সমুদ্র উত্তাল, নিষিদ্ধ মাছ ধরতে যাওয়া

নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলবর্তী অঞ্চলগুলিতে সমুদ্র প্রবলভাবে উত্তাল রয়েছে। আগামী ২৪ ঘণ্টা ওড়িশা ও বাংলা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপ যদি আরও ঘনীভূত হয়, এবং তার সঙ্গে ডিভিসি (DVC) জল ছাড়াও শুরু হয়, তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। প্রশাসনের তরফে জেলাগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সতর্কতা অবলম্বন করুন, ঘরে থাকুন, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না, এমনই বার্তা আবহাওয়া দফতরের।