কলকাতা: বঙ্গোপসাগরে ফের সক্রিয় হয়েছে নিম্নচাপ। এর জেরেই দক্ষিণবঙ্গে আজ থেকে শুরু হচ্ছে বর্ষার দাপট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা।
দিঘা থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে সমুদ্র থাকবে উত্তাল। উপকূলবর্তী পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশায় ঝড়ো হাওয়ার গতিবেগ ছুঁতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। তাই ২৮ অগাস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি হয়েছে।
দক্ষিণবঙ্গের পরিস্থিতি
আজ থেকে শনিবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় বৃষ্টি হতে পারে। রবিবার থেকে মঙ্গলবার (২ সেপ্টেম্বর পর্যন্ত) দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগণা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি হয়েছে।
উত্তরবঙ্গের পরিস্থিতি Monsoon rains Bengal
আজ থেকেই আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়িতে দু’এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারও আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এই জেলাগুলিতে সতর্কতা জারি হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অর্থাৎ, আগামী কয়েক দিন রাজ্যের উত্তর-দক্ষিণ জুড়েই সক্রিয় থাকবে বর্ষার ছন্দ। উপকূলের সমুদ্র উত্তাল, পাহাড়-তরাইয়ে ভারী বর্ষণের সম্ভাবনা-সব মিলিয়ে আবহাওয়া দফতর কড়া সতর্কতা জারি করেছে গোটা রাজ্যের জন্য।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
