ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ১৫ লাখ টাকা। দুই ভাগে। অর্ধেক করে। দেবে মোদী সরকার (Modi government)। পাবে ২৪২ জন। সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা। ইতিমধ্যেই প্রাপকদের নথি সংগ্রহের কাজ শুরু করেছে প্রশাসন।
আলিপুরদুয়ারের বক্সা পাহাড় লাগোয়া ২ গ্রামের বাসিন্দারা এই টাকা পাবেন। বক্সা ব্যাঘ্র প্রকল্প লাগোয়া গ্রাম খালি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুটিয়া এবং গাঙ্গুটিয়া বস্তির বাসিন্দাদের পুনর্বাসন দেওয়া হবে। জঙ্গল থেকে দূরে তাঁদের থাকার ব্যবস্থাও করবে সরকার।
রাজ্য সরকার তাঁদের বাড়ি করার জন্য জমি দেবে। আর বাড়ি তৈরির টাকা দেবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যশনাল টাইগার কনজারভেশন অথরিটি প্রতি পরিবারকে ১৫ লক্ষ করে টাকা দেবে।
এ বিষয়ে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে বলে জানাব আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা। শীঘ্রই দুই গ্রামের বাসিন্দারা জমির পাট্টা এবং টাকা পাবেন বলেও জানান তিনি।
এক্ষেত্রে পরিবারের সংজ্ঞাও অন্যরকম। কোনও ব্যক্তির ১৮ বছর হলেই তাঁকে পরিবার হিসেবে ধরা হবে। তবে একটি দম্পতি দু’টি পরিবার হিসেবে গণ্য হবে না। তাঁরা দু’জন এক পরিবার। কেউ বিশেষভাবে সক্ষম হলে ১৮ বছর বয়স না হলেও তিনি ১৫ লক্ষ টাকা পাবেন।
এই হিসেবে একই পরিবারের একাধিক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের দেওয়া ১৫ লক্ষ টাকা ঢুকবে। বক্সার দুই গ্রামে এই প্রকল্পের জন্য ৩৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।