Rain: অসময়ের বৃষ্টিতে মধ্যবিত্তের ‘খিচুড়ি দিবস’, কৃষকের মাথায় হাত

ঘূর্ণিঝড় মিগজাউমের (Cyclone Michaung) প্রভাব বাংলায়। ফলে সকাল থেকেই মুখ ভার আকাশের। অসময়ে এই লাগাতার বৃষ্টির জন্য বৃহস্পতিবার সকাল থেকেই মানুষ কার্যত গৃহবন্দী। রাস্তাঘাট প্রায়…

weather update north bengal

ঘূর্ণিঝড় মিগজাউমের (Cyclone Michaung) প্রভাব বাংলায়। ফলে সকাল থেকেই মুখ ভার আকাশের। অসময়ে এই লাগাতার বৃষ্টির জন্য বৃহস্পতিবার সকাল থেকেই মানুষ কার্যত গৃহবন্দী। রাস্তাঘাট প্রায় ফাঁকা। আজ বাঙালির ঘরে ঘরে খিচুড়ির দিন।

Advertisements

অসময়ে বৃষ্টির ফলে জেলায় জেলায় পাকা ধানের, আলু চাষের এবং শীতের সবজি-ফুলচাষে বড় ক্ষতি হচ্ছে। ফলা মাথায় হাত কৃষকদের। মিগজাউমের দাপটে মূল্যবৃদ্ধির আশঙ্কাও তৈরি হচ্ছে। দাম বাড়তে পারে আলু-চাল-সবজির।

   

কবে কাটবে প্রকৃতির এমন খামখেয়ালিপনা? কী বলছে আবহাওয়া অফিসের পূর্বাভাস? হাওয়া মোরগের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কলকাতা সহ সংলগ্ন অঞ্চলগুলিতে। অন্যদিকে জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বর্তমাদের ঘূর্ণিঝড় মিগজাউম শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তীসগঢ়ে। কিন্তু বৃষ্টির হাত থেকে মুক্তি নেই বাংলার। আজ কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হবে। শনিবার থেকে কমবে রাতের তাপমাত্রা। মনে করা হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি থেকেই শীতের আমেজ পেতে পারেন বঙ্গবাসী।