ভোটার তালিকা সংশোধন নিয়ে বিস্ফোরক মিঠুন, পালটা তোপ তৃণমূলকে

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ঘিরে রাজনীতির পারদ চড়ছে রাজ্যে। এবার এই ইস্যুতে সরব হলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। ডায়মন্ড হারবারে একটি জনসভা…

mithun chakraborty demands president rule

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ঘিরে রাজনীতির পারদ চড়ছে রাজ্যে। এবার এই ইস্যুতে সরব হলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। ডায়মন্ড হারবারে একটি জনসভা থেকে তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন।

প্রসঙ্গত, এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, আগামী নির্বাচনে বাংলায় বিজেপি ৫০টি আসনও পাবে না। এর প্রেক্ষিতে পাল্টা জবাব দেন মিঠুন। তিনি জানান, ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বাদ গেলে তৃণমূল ৭০টা আসনও পাবে না।

   

মিঠুনের অভিযোগ, বাংলার ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের সংখ্যা সবচেয়ে বেশি। তিনি বলেন৷ ‘তৃণমূল জানে, এই ভুয়ো নাগরিকদের বাদ দিলে ওরা ৭০টা সিটও পাবে না। তাই তালিকা সংশোধনের কাজ শুরু হতেই তা আটকাতে তৃণমূল মরিয়া চেষ্টা করছে।’

সেইসঙ্গে তৃণমূলের আরও একটি অভিযোগ খারিজ করেন তিনি। সম্প্রতি তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার চলছে। এই প্রসঙ্গে মিঠুন বলেন, “দেশের কোথাও বাঙালিদের ওপর কোনও অত্যাচার হয়নি। ভোটের মুখে তৃণমূল এটাকে ইস্যু করে কাজে লাগাতে চাইছে।” তিনি আরোও বলেন, কোনো সত্যিকারের নাগরিককে অন্যায়ভাবে বাদ দেওয়া হচ্ছে না। যারা বেআইনিভাবে এই রাজ্যে ঢুকেছে, তাদেরই চিহ্নিত করা হচ্ছে।

Advertisements

সভা থেকে স্থানীয় বাসিন্দাদের সমস্যা দ্রুত পৌঁছানোর জন্য ফোন নম্বর শেয়ার করেন। পাশাপাশি, দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রতিটি এলাকায় খোঁজখবর শুরু করুন, কারা অনুপ্রবেশ করে বাংলায় রয়েছে। কোনও আক্রমণ হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন।’

মিঠুনের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ভোটের আগে ভোটার তালিকা সংশোধন ইস্যুতে বিজেপি যে বড় আন্দোলনের পথে হাঁটতে চলেছে, তা স্পষ্ট তাঁর বক্তব্যে। ফলে তৃণমূল-বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা যে আরও তীব্র হবে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক পর্যবেক্ষকরা।