কলকাতা: রাজ্যের বিজেপি শিবিরে ক্রমবর্ধমান অন্দরকলহ ও গোষ্ঠীদ্বন্দ্বে হতাশ হয়ে পড়েছেন দলের জাতীয় কর্মসমিতির সদস্য ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। জানা গিয়েছে, একাধিক জেলা বৈঠকে অংশ নেওয়া সত্ত্বেও তিনি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং প্রকাশ্য হাতাহাতি, অভিযোগ-প্রতিবাদের দৃশ্য দেখতে পেয়ে ক্রমশ হতাশ হয়ে পড়েছেন।
দুই পক্ষের মধ্যে হাতাহাতি
সূত্রের খবর, দক্ষিণ কলকাতার একটি সভায় দলীয় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বর্ধমানের সভাতেও বিশৃঙ্খলা দেখা দেয়। কখনও কর্মীরা জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, আবার কোথাও নির্বাচনী খরচ মেটানো নিয়ে অন্তরের অসন্তোষ প্রকাশ পাচ্ছে। এমন পরিস্থিতিতে মিঠুন বারবার সভাস্থল ছেড়ে চলে গিয়েছেন। অনেক ক্ষেত্রে নিজের বক্তব্য শেষ করার আগেই তিনি পাশের ঘরে চলে যান, কারণ উপস্থিত নেতা-কর্মীরা তাঁর কথায় কান দিচ্ছেন না, বরং সভা পরিণত হচ্ছে অন্তর্কলহের মঞ্চে।
২০২১ সালের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী দলের ‘তারকা মুখ’ হিসেবে প্রচার চালান। ভোটের পরও তিনি সক্রিয়ভাবে সংগঠনকে শক্তিশালী করতে চেষ্টা করেছিলেন। সম্প্রতি তিনি ঘোষণা করেছিলেন, বুথস্তরে গিয়ে নতুন উদ্দীপনায় বিজেপিকে চাঙ্গা করবেন। কিন্তু প্রতিটি জেলা বৈঠকে উঠে এসেছে পারস্পরিক বিদ্বেষ ও অশান্তির ঘটনা, যা মিঠুনের হতাশাকে আরও বাড়িয়েছে।
বহু কর্মীর মান্যতা পাচ্ছেন না মিঠুন Mithun Chakraborty upset with BJP
বিজেপির রাজ্য কমিটির একাংশের মতে, মিঠুনকে সামনে আনার যে আশা ও ভরসা রাখা হয়েছিল, তা কয়েক মাসের মধ্যে হতাশায় রূপ নিয়েছে। জনপ্রিয় অভিনেতা হিসেবে সভায় উপস্থিতি নিশ্চিত করতে পারলেও রাজনৈতিক নেতার ভূমিকা নেওয়ার ক্ষেত্রে তিনি দলের বহু কর্মীর মান্যতা পাচ্ছেন না। ফলে সংগঠনের বাস্তব সমস্যার মুখে কার্যত অচলাবস্থায় পড়েছেন ‘মহাগুরু’।
বিগত নির্বাচনের আগে মিঠুন নিজেও প্রকাশ করেছিল, সংগঠনের ভিতরে শৃঙ্খলা ও ঐক্যের অভাব রয়েছে। এবার জেলা বৈঠকে সেই অভাব আরও স্পষ্ট হয়ে উঠায় তিনি প্রকাশ্যভাবে বিরক্ত হয়েছেন। রাজ্যের বিজেপিতে এই সংকট কতটা গভীর হবে, তা এখন দেখার বিষয়।
West Bengal: BJP West Bengal faces internal conflict as Mithun Chakraborty expresses frustration over violent clashes, district meeting chaos, and lack of support, highlighting organizational challenges and political unrest.