কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন এখনও কয়েক মাস দেরি, কিন্তু জানুয়ারি পড়তেই বাংলার রাজনৈতিক পরিস্থিতি যেন চূড়ান্ত উত্তাপের ইঙ্গিত দিচ্ছে। একদিকে উত্তরবঙ্গ জুড়ে বিজেপির হেভিওয়েট প্রচার, অন্যদিকে দক্ষিণবঙ্গে শাসকদলের পালটা কর্মসূচি- সব মিলিয়ে বছরের শুরুতেই ভোটের দামামা বেজে গিয়েছে।
“টার্গেট অমিত শাহের, সরকার আমাদেরই”: উত্তরবঙ্গে হুঙ্কার মিঠুনের
শুক্রবার সকালেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। সেখানে পৌঁছেই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাসের সুরে জানান, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের টার্গেট বেঁধে দিয়েছেন। এটুকু বলতে পারি, সরকার আমাদেরই হবে।” তবে ঠিক কতগুলি আসন বিজেপি পাবে, তা নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী করেননি মহাগুরু।
আজ কোচবিহারে মিঠুন চক্রবর্তীর একাধিক কর্মসূচি রয়েছে। এরপর আগামীকাল তিনি জলপাইগুড়ির ধূপগুড়িতে বড় সভা করবেন। উত্তরবঙ্গ সফর শেষ করে তিনি কার্শিয়াং-এর উদ্দেশ্যে রওনা দেবেন, যা পাহাড়ের রাজনীতিতেও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অভিষেক-মমতার আক্রমণ প্রসঙ্গে মিঠুনের পাল্টা Mithun Chakraborty North Bengal visit
দিল্লিতে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশনকে আক্রমণ বা মুখ্যমন্ত্রীর কটাক্ষ নিয়ে প্রশ্ন করা হলে মিঠুন বলেন, “গণতন্ত্রে যে যার ইচ্ছে বলতেই পারেন। তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের লক্ষ্য স্পষ্ট, এবার আমরাই সরকার গড়ছি।”
বারুইপুরে অভিষেকের ‘রণ সংকল্প’: কনসার্টের আদলে প্রচার
ওদিকে পাল্টা শক্তি প্রদর্শনে নেমেছে তৃণমূল কংগ্রেসও। আজ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ফুলতলা সাগরসঙ্ঘের মাঠে বিশাল জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিগেড সমাবেশের ধাঁচে এখানেও তৈরি করা হয়েছে বিশাল ‘র্যাম্প’, যাতে হেঁটে অভিষেক সরাসরি কর্মীদের সঙ্গে জনসংযোগ করতে পারেন। এই সভা থেকেই তৃণমূলের মাসব্যাপী ‘রণ সংকল্প’ কর্মসূচির সূচনা হতে চলেছে।
ময়দানে শুভেন্দু ও দিলীপও: সরগরম বিজেপি শিবির
বিজেপির অন্য দুই হেভিওয়েট নেতাও আজ সমান সক্রিয়। মালদহের চাঁচলে আজ ‘সংকল্প যাত্রা’র ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। পুলিশের অনুমতি মেলেনি বলে মামলা গড়িয়েছিল আদালতে, শেষমেশ আইনি রক্ষাকবচ নিয়েই আজ রাজপথে নামছেন শুভেন্দু।
অমিত শাহের বার্তার পর ফের রাজ্য রাজনীতিতে স্বমহিমায় দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। আজ সল্টলেকের দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বড়সড় বৈঠকে বসতে চলেছেন তিনি। লোকসভা ভোটের পর দীর্ঘ সময় নেপথ্যে থাকলেও, ২০২৬-এর আগে দিলীপের এই প্রত্যাবর্তন বিজেপি কর্মীদের বাড়তি অক্সিজেন দিচ্ছে।
সব মিলিয়ে উত্তর থেকে দক্ষিণ, বাংলার রাজনীতিতে আজ সুপার ফ্রাইডে। প্রধান দুই দলের এই হাইভোল্টেজ লড়াই আগামী বিধানসভা নির্বাচনের গতিপথ কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।
West Bengal: Mithun Chakraborty kicks off BJP’s 2026 campaign in North Bengal while Abhishek Banerjee leads TMC’s mega rally in Baruipur. With Suvendu Adhikari and Dilip Ghosh hitting the streets, West Bengal witnesses a high-voltage ‘Super Friday’ battle.
