‘মাঠে নামছি, তৈরি থাকুন’, মোদীর সভা থেকে রাজনীতির ময়দানে ফেরার বার্তা মিঠুনের

দুর্গাপুর: “এই বার না হলে আর কখনও নয়”, বিজেপিকে বাংলার ক্ষমতায় আনতে এবার ময়দানে নামার ঘোষণা করলেন অভিনেতা-নেতা মিঠুন চক্রবর্তী। শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর…

‘মাঠে নামছি, তৈরি থাকুন’, মোদীর সভা থেকে রাজনীতির ময়দানে ফেরার বার্তা মিঠুনের

দুর্গাপুর: “এই বার না হলে আর কখনও নয়”, বিজেপিকে বাংলার ক্ষমতায় আনতে এবার ময়দানে নামার ঘোষণা করলেন অভিনেতা-নেতা মিঠুন চক্রবর্তী। শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে প্রকাশ্যে দিলেন তার ‘শেষ লড়াই’-এর সংকল্প (mithun chakraborty bengal election)।

দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’-য় জনতার সামনে মিঠুন বলেন, “এটা আমাদের জীবন-মৃত্যুর লড়াই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ রয়েছে। আমি মাঠে থাকব, আপনারাও থাকবেন। এ লড়াই জিততেই হবে। এবার না পারলে আর কখনও পারব না।”

   

পুলিশকে নিশানা, ময়দানে নামার তারিখ ঘোষণা

প্রধানমন্ত্রীর সভার মঞ্চ থেকেই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন মিঠুন। বলেন, “পুলিশকে শুধু একটা কথা বলুন, নিরপেক্ষ হয়ে যান। তার পর দেখুন বিজেপি কী করতে পারে।” সঙ্গে ঘোষণা, “২৩ বা ২৪ তারিখ থেকে পুরোপুরি ময়দানে নামছি। মানুষজনের সঙ্গে কথা বলব, তাদের সমস্যাগুলো জানব, একসঙ্গে লড়াই করব।”

‘কম্প্রোমাইজ রাজনীতি করি না’, মহাগুরুর হুঁশিয়ারি

মঞ্চে রোদচশমা খুলেই শুরু মিঠুনের আক্রমণাত্মক ভাষণ। দুর্নীতি ও নারী নিরাপত্তার ইস্যুতে রাজ্য সরকারের দিকে সরাসরি আঙুল তুলে বলেন, “দুর্নীতি এমনভাবে ভরেছে, একটা ফাঁকও নেই। মা-বোনেদের সম্মান নিয়েও কিছু বলার জায়গা নেই। আমি রাজনীতি নয়, মানুষ-নীতি করি।” তাঁর আরও সংযোজন, “আমি ‘কম্প্রোমাইজ পলিটিক্স’ করি না। ভয় পাই না। গায়ের জোর আছে, কিন্তু সেটা খাটাই না। তবে এটা ভাববেন না যে পারি না।”

Advertisements

‘পিছন থেকে গুলি নয়, সামনে থেকে চালাও’

মাঠে নামার আগাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “বুক ফুলিয়ে নামব। গুলি চালাতে হলে সামনে থেকে চালাও। পিছনে থেকে নয়। হিম্মত থাকলে সামনে এসো।” তাঁর এই বক্তব্যে সভা জুড়ে গর্জে ওঠে জনতা।

ব্রিগেড থেকে শুরু, নতুন ধাপে বিজেপির দিকে ‘মহাগুরু’

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডে পদ্ম পতাকা হাতে তুলে নিয়েছিলেন মিঠুন। এরপর সারা বাংলা ঘুরে বিজেপির হয়ে প্রচার করলেও সেবার পরাজিত হয় গেরুয়া শিবির। এবার লোকসভা ভোটের পরে ফের রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরলেন ‘মহাগুরু’। তাঁর ঘোষণাই বুঝিয়ে দিল ২০২৬ এর প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে বিজেপি।