Mithun Chakraborty: বাংলার পদ্মবনে ফের আসছে ‘গোখরো’

পঞ্চায়েত ভোটের আগে রাজ্য বিজেপির প্রচারক হিসেবে ফের দেখা যাবে অভিনেতা ‘দলবদলু’ মিঠুনকে। তিনি বিধানসভা ভোটের আগে তৃ়ণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে নিজেকে গোখরো…

Mithun Chakraborty: বাংলার পদ্মবনে ফের আসছে 'গোখরো'

পঞ্চায়েত ভোটের আগে রাজ্য বিজেপির প্রচারক হিসেবে ফের দেখা যাবে অভিনেতা ‘দলবদলু’ মিঠুনকে। তিনি বিধানসভা ভোটের আগে তৃ়ণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে নিজেকে গোখরো বলে চিহ্নিত করেছিলেন। ভোটে বিজেপি সরকার গড়তে পারেনি। আর ‘গোখরো’ মিঠুন (Mithun Chakraborty) অসুস্থ হয়ে রাজনীতি থেকে দূরে ছিলেন। জানা যাচ্ছে তিনি ফের বঙ্গ বিজেপির হয়ে প্রচারে নামবেন।

বাম জমানায় মিঠুনের সঙ্গে সিপিআইএম সংযোগ ছিল বিরাট। পরে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভাতে যান। সর্বশেষ বিজেপির হয়ে প্রচারক হন। জনপ্রিয় অভিনেতার বারবার দলবদল করেছেন।

জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছিলেন সক্রিয় রাজনীতি থেকে। ফের কলকাতায় ফিরছেন তিনি। মিঠুন কে সক্রিয় রাজনীতিতে দেখা যাবে ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, মিঠুনদার সঙ্গে কাল বা পরশু দলীয় কার্যালয়ে দেখা হবে আমার। মিঠুন আসবেন বলেছেন। কলকাতায় ঢুকছেন উনি।

Advertisements

বিজেপিতে যোগ দিয়ে নিজেকে গোখরো বলে চিহ্নিত করেন মিঠুন। এরপর থেকে তিনি বারবার তিনি গোখরো দা, গোখরো মিঠুন বলে কটাক্ষের শিকার হয়েছেন।