প্রশ্নে ভুল, উত্তর দিলেই মিলবে পুরো নম্বর, ঘোষণা পর্ষদের

মাধ্যামিকের অংক পরীক্ষার দুটি প্রশ্ন হালকা ভাবে দেখা হবে জানালো মধ্য শিক্ষা পর্ষদ। এবার অংক পরীক্ষা নিয়ে ছাত্র ছাত্রীদের অনেক অভিযোগ। তা সত্ত্বেও নামকরা কিছু…

মাধ্যামিকের অংক পরীক্ষার দুটি প্রশ্ন হালকা ভাবে দেখা হবে জানালো মধ্য শিক্ষা পর্ষদ। এবার অংক পরীক্ষা নিয়ে ছাত্র ছাত্রীদের অনেক অভিযোগ। তা সত্ত্বেও নামকরা কিছু স্কুলের শিক্ষকরা প্রশ্ন দেখে জানান, প্রশ্ন সিলেবাসের মধ্যে থেকেই করা হয়েছে। তবে একটু ঘুরিয়ে করা হয়েছে এবারের প্রশ্ন পত্র। উদাহরণ স্বরূপ তিনি বলেছেন আগের বার সমকোণী ত্রিভুজ বলা ছিল, এবারে শুধু ত্রিভুজের কোনের মান দিয়ে দেওয়া হয়েছে যা বুদ্ধি খাটিয়ে বের করতে হবে। শিক্ষকরা আরো জানান যারা ভালো মানের পড়ুয়া তারা খুব সহজেই ৮০ শতাংশ নম্বর পেতে পারে।

কিন্তু এবারে দেখা গেলো প্রশ্নপত্রেই গন্ডগোল হয়েছে। পরীক্ষার্থীরা দাবি করেছে ওই প্রশ্ন দুটি সিলেবাসের বাইরে থেকে এসেছে। কিন্তু পর্ষদ বলেছে সেগুলি একেবারেই সিলেবাসের ভিতর থেকে দেওয়া হয়েছে। তবে আশার কথা এই যে পর্ষদ জানিয়েছে ওই দুটি প্রশ্ন গুলি চেষ্টা করলেই মিলবে পুরো নম্বর। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে উত্তরবঙ্গ সেট এ তিনের দাগের ছয় নম্বর প্রশ্ন এবং মেদিনীপুর সেটের তিনের দাগের চার নম্বর প্রশ্ন এবং বর্ধমান অঞ্চলের তিনের দাগের তিন নম্বর প্রশ্ন নিয়েই উঠেছে বিতর্ক।

   

পর্ষদ জানিয়েছে এই প্রশ্নগুলি সঠিক নিয়ম মেনে চেষ্টা করলেই মিলবে পুরো নম্বর। মধ্যশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্ত নিয়ে বেশ কিছু প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, “এতদিনের অভিজ্ঞতা অনুযায়ী, এমন ধরনের প্রশ্নের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা প্রয়োজন। অনেক শিক্ষার্থী এই ধরনের প্রশ্নের উত্তর দিতে কিছুটা অসুবিধার সম্মুখীন হয়েছেন। তাই, পরীক্ষার ফলাফল সঠিকভাবে মূল্যায়ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

যদিও এখনও এই বিষয়ে আরও বিস্তারিত মূল্যায়ন হওয়া বাকি, তবে শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে কিছুটা আশ্বস্ত হবে বলে ধারণা। এবারের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্রে যেভাবে বিতর্ক উঠেছে, তাতে শিক্ষকদের এবং শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। তবে, পর্ষদ সঠিকভাবে মূল্যায়ন নিশ্চিত করতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।