Purba Bardhaman: ‘সিপিএম খুব বেড়েছে’ বলে পোস্টার, বর্ধমান গ্রামাঞ্চলে চাপা উত্তেজনা

পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতার বলগোনা জুড়ে বাম-কংগ্রেস জোট প্রার্থীর বিরুদ্ধে হুমকি পোস্টার। সিপিএম প্রার্থীর স্বামীকে হুমকির পাশাপাশি সদ্য কংগ্রেসে যোগদানকারী কর্মীদের বিরুদ্ধেও হুমকি পোস্টার।

Advertisements

বলগোনা গ্রাম পঞ্চয়েতের হরিপুর ৭১ নম্বর বুথে পঞ্চায়েত প্রার্থী হয়েছেন টুকটুকি খাতুন। তাঁর স্বামীকেই মারধর করার হুমকি পোস্টার পড়েছে। এলাকায় দুটি পোস্টার লেখা, “সিপিএম খুব বেড়েছে। রাজু চুপ থাক, না হলে তোর ছবি হবে”। “নতুন কংগ্রেসগুলো সকলে বাড়ি ছাড়া হবে।”

   

এই বিষয়ে বাম কংগ্রেসের জোট প্রার্থী শেখ আমজাদ বলেন, “কংগ্রেসের কেউ ঘরছাড়া হবে না। বরং বাম-কংগ্রেসের জোট আগামী দিনে পঞ্চায়েত গঠন করবে।” তিনি বলেছেন, শাসকদল ভয় পেয়ে গেছে। সেই কারণে ভয় দেখিয়ে এই সব করছে।

Advertisements

আরও এক প্রার্থী টুকটুকি খাতুন বলেন, “এসব পোস্টারে আমাদের দমাতে পারবে না। গতকাল আমরা এলাকায় প্রচারে বেরিয়েছিলাম। সাধারণ মানুষ আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এই সব দেখে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই কাণ্ড ঘটিয়েছে।”

উল্লেখ্য, স্থানীয় তৃণমূল নেতা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেসের কেউ এ কাজে যুক্ত নয়। এলাকায় উন্নয়ন হয়েছে, পঞ্চায়েতে তৃণমূল জিতবে।