Jhargram: বিরোধী দলগুলিকে প্রত্যাখ্যানের ডাক মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর

shrikanta mahato

ঝাড়গ্রাম পৌরসভা ভোটে বিরোধী দলগুলিকে প্রত্যাখানের ডাক দিলেন প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের ঘোড়াধরা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে নির্বাচনী প্রচার করেন ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী।

নির্বাচনী সভায় প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো ঝাড়গ্রাম পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানান। তিনি বলেন শিশুসাথী থেকে সমব্যথী মানুষের পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।ঝাড়গ্রামের উন্নয়নে অনেক কাজ হয়েছে। আরো কিছু কাজ বাকি আছে। আপনারা ২০১৩ সালে তৃণমূল কংগ্রেসকে ঝাড়গাম পৌরসভার ক্ষমতায় এনেছিলেন। মাত্র পাঁচ বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল। কী কী কাজ করেছে সেটা আপনারা ভালভাবেই জানেন। ভাষণে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরেন।

   

মন্ত্রী বলেন, জঙ্গলমহলের উন্নয়নে রাজ্য সরকারের ভূমিকা। তিনি বলেন যারা ভাষণ দেয় কাজ করেন না সেই বামেরা আজ বড় বড় কথা বলছেন। সাম্প্রদায়িক শক্তি বিজেপি কোনও কাজ না করে বাংলার উন্নয়নে বাধা দিচ্ছে। তাই বিজেপি কে যেমন আপনার প্রত্যাখ্যান করবেন, তেমনি বামেদেরও প্রত্যাখ্যান করবেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন