SSC Scam: সাড়ে ৪ ঘন্টার পরেও মুখ খুললেন না পরেশ, রবিতে ফের তলবের সম্ভাবনা

Minister Paresh Adhikari did not say anything during the CBI interrogation

শনিবার নিজাম প্যালেসে সাড়ে চার ঘন্টা জিজ্ঞাসাবাদ চলল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari)৷ সিবিআই সূত্রে খবর, তিন দিনের মাথাতেও মেলেনি সমস্ত প্রশ্নের উত্তর। রবিবার ফের তলব করা হতে পারে তাঁকে।

সিবিআই সূত্রে খবর, মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ নিয়ে এদিনেও জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা৷ গত দুই দিন ধরে যে সমস্ত প্রশ্নমালা নিয়ে সিবিআই আধিকারিকরা প্রশ্ন করছিলেন তাতে এখনও অবধি সমস্ত প্রশ্নের জবাব দিতে পারেননি শিক্ষা প্রতিমন্ত্রী। যেখানে মূল প্রশ্ন ছিল, পরেশ অধিকারীর দলবদলের সময় কোনও চুক্তি হয়েছিল কিনা, মেয়ের নিয়োগের বিষয়ে তিনি আর কী জানেন সবটাই জিজ্ঞাসা করা হয়।

   

এছাড়াও সিবিআই সূত্রে খবর, পরেশ অধিকারীর দলবদলের কিছু দিনের পরেই মেয়ের চাকরী হয়েছিল। সেই সময় শিক্ষা মন্ত্রী কে ছিলেন? কার পরামর্শে চাকরী হয়েছিল? সবটাই খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। অঙ্কিতা ছাড়া অন্য কোনও নিয়োগের ক্ষেত্রে একই দুর্নীতি হয়েছে কি না সেটাও খুঁজে বের করতে চায় সিবিআই।

পরপর তিন দিনে প্রায় ১৭ ঘন্টা জেরা করা হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। শনিবারের পর পরেশ অধিকারীর সমস্ত প্রশ্নের উত্তর নেওয়ার পর তথ্য মিলিয়ে দেখা হবে। এরপরেই পদক্ষেও নেওয়া হবে সিবিআইয়ের তরফে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন