HomeWest BengalBabul Supriyo: দুর্ঘটনার কবলে মন্ত্রী বাবুল সুপ্রিয়ের কনভয়

Babul Supriyo: দুর্ঘটনার কবলে মন্ত্রী বাবুল সুপ্রিয়ের কনভয়

- Advertisement -

ভয়াবহ দুর্ঘটনার কবলে রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) কনভয়। শুক্রবার বীরভূমের রামপুরহাট যাওয়ার পথে এক অটোর সঙ্গে ধাক্কা লাগে৷ আহত একাধিক৷ যদিও মন্ত্রী সুরক্ষিত বলেই জানা গেছে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মন্ত্রী বাবুল সুপ্রিয়র রামপুরহাটে একটি অনুষ্ঠান ছিল। সেখানেই যাওয়ার পথে সাঁইথিয়ায় অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাবুলের কনভয়ের। বাবুলের কনভয়ে থাকা নিরাপত্তারক্ষীরা আহত হয়েছেন বলেই জানা গেছে।

   

স্থানীয় সূত্রে খবর, এদিন সাঁইথিয়ার কাছে মশারডাহ গ্রামে যখন কনভয় যাচ্ছিল সেই সময় গাড়ি অটোর সঙ্গে ধাক্কা মেরে উলটে যায়। ঘটনায় ৭ জন আহত হন। এর মধ্যে ৩ জন গুরুতর আহত হয়েছেন। প্রত্যেককেই সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি৷ দেখতে পেয়েই ছুটে আসেন স্থানীয়রা। পাশাপাশি খবর পেয়ে দ্রুত ছুটে আসে পুলিশ৷ সকলকে উদ্ধার করে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অনুষ্ঠানে উপস্থিত হন বাবুল সুপ্রিয়৷ সেখানে তিনি জানান, দুর্ঘটনার কারণেই তাঁর যেতে দেরি হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular