মীনাক্ষীর আহ্বানে কেষ্ট-কাজলের এলাকায় রাত দখল!

রাজ্য জুড়ে ফের রাত দখল। এবার আর নাগরিক মঞ্চের ক্ষোভ নয়। সিপিআইএমের এই কর্মসূচিতে জেলায় জেলায় মশালের মিছিল। স্বাধীনতা দিবসের ঠিক আগে এই রাত দখল…

রাজ্য জুড়ে ফের রাত দখল। এবার আর নাগরিক মঞ্চের ক্ষোভ নয়। সিপিআইএমের এই কর্মসূচিতে জেলায় জেলায় মশালের মিছিল। স্বাধীনতা দিবসের ঠিক আগে এই রাত দখল কর্মসূচিতে সামিল হে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জির আহ্বানে বীরভূম (Birbhum) জুড়ে ক্ষোভের মশাল-প্রদীপ জ্বলেছে।

জেলার সর্বত্র অভয়া-তামান্নার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে রাত দখল কর্মসূচি পালিত হয়। জেলার পঞ্চায়েতগুলিতে তৃণমূলের আধিপত্য। তবে গ্রামে গ্রামে মীনাক্ষীর আহ্বানে সাড়া পড়েছে। কেষ্ট মণ্ডল (অনুব্রত) ও কাজল শেখের জেলা বীরভূমে মীনাক্ষীর আহ্বানে চমক তৃণমূলেও।

   

আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের ন্যায় বিচারের দাবি, নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে ছাত্রী তামান্নার মৃত্যু, হাওড়ার আনিস খানের মৃত্যুতে পুলিশের ভূমিকা নিয়ে সরব সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি।

Advertisements

কলকাতায় দলীয় দফতরের সাংবাদিক বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কটাক্ষ রাজ্য সরকার ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হচ্ছে না। মীনাক্ষী মুখার্জি বলেন, ‘দিন বদলের জন্য রাত দখল। বদল চাই রাজ্যে চলতে থাকা সামাজিক, রাজনৈতিক অবস্থার।’  তিনি বলেন যাদের মানুষের অধিকার রক্ষা করার কথা ছিল তারা চুপ ছিল। সেই কারণ রাজ্যে একের পর এক অপরাধের ঘটনা ঘটেছে মহিলাদের বিরুদ্ধে। কিন্তু একজন অপরাধীকেও ধরা হয়নি, আসলে এই ঘটনা গুলোর সাথে যারা যুক্ত তারা সরকারের সাথে কোন না কোন ভাবে যুক্ত রয়েছে। হয় তারা প্রশাসনের মাথায়, না হলে দলের লোক।’’

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News