বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মীনাক্ষী মুখোপাধ্যায়কে ‘ক্যাপটেন’ বলে সম্বোধন করেছেন। সেই ‘ক্যাপটেন’ই এখন নয়নের মণি। রীতি ভেঙে মীনাক্ষীর মুখের আদলেই এখন তাঁর অনুগামীদের বুকে দেখা যাচ্ছে ট্যাটু!
বুধবার সন্ধ্যায় চুঁচুড়া ডিআই মাঠে হুগলির বামফ্রন্ট প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে সভা করেন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই সভায় নজর কাড়েন এক বামকর্মীকে। দেখা যায়, খোলা বুকে লাল ঝান্ডা হাতে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। উন্মুক্ত বুকে ট্যাটু করা মীনাক্ষীর মুখ। ওই যুবকের নাম সুজিত বোস।
কেন এই ট্যাটু? জবাবে সিপিআইএম কর্মী সুজিত বোস বলেন, ‘মীনাক্ষী আমাদের ক্যাপ্টেন। তিনি যে ভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাকে স্যালুট জানাতেই হয়। তাই এই ট্যাটু্।’
ভক্তের বুকে তাঁর মুখের আদলে ট্যাটু! যা নিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘ভক্ত বলবেন না। আমরা একসঙ্গে রাস্তায় লড়াই আন্দোলনে থাকি। কোনও কর্মীকে কোনও নেতার বা কোনও নেতাকে কোনও কর্মীর হয়ত পছন্দ হয়। সেই পছন্দের ভিতটা হল রাজনীতি।সেই পছন্দের ভিতটা হল আদর্শ। সেই পছন্দ হল রাস্তায় থেকে লড়াইয়ের জেদ। সেইটা যখন এক জায়গায় থাকে তখন মানুষ মানুষকে ভালোবাসে। যাঁরা সেইসব কাজ করে আমি তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। দেখতে হবে এই কালচার যাতে নেগেটিভ দিকে না গড়িয়ে যায়।’