কলকাতা: নতুন বছরের শুরু থেকেই জমাটি শীত পড়েছে দক্ষিণবঙ্গে৷ উত্তরবঙ্গে তো গোড়া থেকেই ঝোড়ো ইনিংস চলছে৷ শনিবার ছিল মরশুমের শীতলতম দিন৷ তবে রবিবার থেকে খেলা কিছুটা ঘুরতে শুরু করেছে৷ সামান্য বেড়েছে তাপমাত্রা৷ তবে দক্ষিণবঙ্গজুড়ে এখনও বেশ রাজত্ব করছে শীত৷ চলতি সপ্তাহটা কেমন কাটবে? কেমনই বা থাকবে পৌষ সংক্রান্তির আবহাওয়া? (mild cold expected this week in south bengal)
উধাও জঁকিয়ে শীত mild cold expected this week in south bengal
দক্ষিণবঙ্গে শীতের আমেজ বহাল থাকলেও, উধাও কনকনে হাওয়া। সামনেই পৌষ সংক্রান্তি। মঙ্গলবার পৌষ সংক্রান্তিতে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়তে চলেছে।অর্থাৎ মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে একটাই ভালো খবর, সংক্রান্তিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কারই থাকবে। তবে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সোমবার সকালে কলকাতা-সহ ঘন কুয়াশার দাপট থাকবে পাঁচ জেলায়। মঙ্গলবার ঘন কুয়াশা দেখা যাবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। আগামী শনিবার পর্যন্ত কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই৷
উত্তরবঙ্গের সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে দার্জিলিং-এ৷ উত্তরের অন্যান্য জেলাগুলিতে অবশ্য আবহাওয়া শুকনোই থাকবে৷ শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই৷
শীতের পথে বাঁধা পশ্চিমি ঝঞ্ঝা mild cold expected this week in south bengal
তবে ভরা মরশুমে শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমি ঝঞ্ঝা৷ রীতিমতো বাধা পেয়েছে উত্তুরে হাওয়া৷ যার জেরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পশ্চিমী ঝঞ্ঝা এসেই পৌষ সংক্রান্তিতে ভেস্তে দিয়েছে হাড় কাঁপানো শীতের আমেজ। সোমবার রাতের তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে৷ আগামী দুই দিনে তাপমাত্রা আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।