একশো দিনের কাজে দুর্নীতি: বাংলার চার জেলা থেকে ২.২০ কোটি টাকা উদ্ধার

কলকাতা: একশো দিনের কাজের (মনরেগা) প্রকল্পে দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রাজ্যের চার জেলা—পূর্ব বর্ধমান, হুগলি, মালদা…

MGNREGA Corruption in West Bengal

কলকাতা: একশো দিনের কাজের (মনরেগা) প্রকল্পে দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রাজ্যের চার জেলা—পূর্ব বর্ধমান, হুগলি, মালদা এবং দার্জিলিং (জিটিএ)-তে প্রকল্পের অর্থ বন্টনে ব্যাপক দুর্নীতি ধরা পড়েছে। ইতিমধ্যেই ওই চার জেলা থেকে মোট ২ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

এই দুর্নীতির বিষয়টি নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে টানাপোড়েন বহুদিনের। রাজ্যের অভিযোগ, দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের অর্থ আটকে রেখেছে কেন্দ্র। অন্যদিকে, কেন্দ্র জানাচ্ছে—দুর্নীতির প্রমাণ মিলেছে বলেই ২০২২ সাল থেকে অর্থ দেওয়া বন্ধ রয়েছে।

হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে রিপোর্ট তলব করেছেন। নির্দেশ অনুযায়ী, আগামী ১৫ মে-র মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে।

দুর্নীতির তথ্য তুলে ধরল কেন্দ্র MGNREGA Corruption in West Bengal

কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল (ASG) অশোক চক্রবর্তী আদালতে জানান, হাইকোর্ট নিযুক্ত চার সদস্যের কমিটি বিভিন্ন সময়ে রাজ্যের চারটি জেলা পরিদর্শন করে প্রকল্পের অর্থ বন্টনে দুর্নীতির প্রমাণ পায়। মোট ৫ কোটি ৩৭ লক্ষ টাকার অনিয়ম চিহ্নিত হয়েছে বলে জানানো হয়। এর মধ্যে ২.২০ কোটি টাকা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে।

প্রকৃত প্রাপকদের টাকা দিতে হবে, নির্দেশ হাইকোর্টের MGNREGA Corruption in West Bengal

প্রধান বিচারপতির স্পষ্ট মন্তব্য, “যদি দুর্নীতি হয়ে থাকে, তবে কেন্দ্র পদক্ষেপ নিতে পারে। কেউ কেন্দ্রকে আটকে রাখতে পারে না।” সেই সঙ্গে প্রকৃত প্রাপকদের হাতে দ্রুত টাকা পৌঁছে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।

রাজ্যের প্রতিক্রিয়া ও অভিযোগ MGNREGA Corruption in West Bengal

রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “কেন্দ্রের সরকার উদ্ধত। তারা কোনও প্রস্তাব গ্রহণ করছে না। অনেক স্কিমে দীর্ঘদিন ধরে টাকা আসেনি।” মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “রাজ্য-কেরদ্রর এই দ্বন্দ্বে ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ।”

Advertisements

কী জানাল কেন্দ্র ও কী প্রশ্ন করল আদালত MGNREGA Corruption in West Bengal

কেন্দ্রের বক্তব্য, “১২ কোটি টাকা ইতিমধ্যেই রাজ্যকে দেওয়া হয়েছে। রাজ্য দুর্নীতির টাকা উদ্ধার করেছে, কিন্তু তা ফেরত দেয়নি।” আদালত প্রশ্ন তোলে, “এই উদ্ধার হওয়া অর্থ কি কেন্দ্রে ফেরত পাঠানো হয়েছে, না কি প্রকল্পের মাধ্যমে প্রাপকদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে?”

উত্তরে কেন্দ্রীয় আধিকারিকরা জানান, “আমরা যা করতে বলবে, সেটাই করব। সরাসরি মানুষের অ্যাকাউন্টে দিতে পারব না।”

আগামী শুনানি ১৫ মে MGNREGA Corruption in West Bengal

আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ১৫ মে। তার আগে কেন্দ্রকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। পাশাপাশি রাজ্যকেও ব্যাখ্যা করতে বলা হয়েছে, কেন জব কার্ডধারীদের বেকার ভাতা দেওয়া হবে না।