বছর শেষ হতে এবং নতুন বছর আসতে বাকি আর কয়েকদিন। কিন্তু এরই মাঝে রয়েছে বড়দিন ও বর্ষবরণের উচ্ছ্বাস। হই হুল্লোড়ে মেতে উঠবে সকলেই, ব্যতিক্রম নয় বঙ্গবাসীও। উৎসবের মরশুমে সাধারণ মানুষের আনন্দ দ্বিগুণ করতে রাতে বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। জানা গিয়েছে, আগামী ২৪, ২৫, ৩১ ডিসেম্বর এবং নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি রাত্রিকালীন বাস পরিষেবা পাওয়া যাবে। অন্যদিকে, বড়দিন উপলক্ষে চমকের দিক থেকে পিছিয়ে নেই কলকাতা মেট্রোও। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার থেকে বাড়বে মেট্রো সংখ্যা। বর্তমানে সপ্তাহের পাঁচ দিন অর্থাৎ সোম থেকে শুক্র ২৭২ টি মেট্রো চালু থাকে। বড়দিন থেকে চলবে ২৭৬ টি মেট্রো। শনিবার করে মেট্রো সংখ্যা থাকে ২৩০ টি, যা বেড়ে হবে ২৪০।
উল্লেখ্য, রাজ্যে এই মুহূর্তে করোনা সংক্রমণের উদ্বেগ রয়েছে। জারি রয়েছে করোনার বিধিনিষেধ। তবে রাজ্যবাসীর কথা মাথায় রেখে ২৪ ডিসেম্বর, ২০২১ থেকে ১ জানুয়ারি, ২০২২ পর্যন্ত করোনার বিধিনিষেধ শিথিল করা হয়েছে। উৎসবের মরশুমে পরিবহণ পরিষেবা বাড়ানোর ও করোনার বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্তে খুশি বঙ্গবাসী।