কলকাতা: ঝর-বৃষ্টি কাটিয়ে ফের ছন্দে গোটা রাজ্য৷ আজ, সোমবার থেকে আবহাওয়ার বদল আসতে চলেছে বলে আগেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস৷ রবিবার পর্যন্ত বাংলার একাধিক জেলায় দুর্যোগ চলেছে। তবে রবিবার শেষবেলা থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করে৷ সোমবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ৷ তবে, আজও বেশ কিছু জেলায় হালকা ঝর-বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ আগামীকাল থেকে পুরোপুরি বদলে যাবে আবহাওয়া৷
আলিপুর জানিয়েছে আপাতত ২ মার্চ পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে৷ আজ শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া-সহ বেশিরভাগ জেলাতেই আজ আর বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে সামান্য বৃষ্টি হতে পারে। তবে, ২ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের অন্যান্য জেলার আবহাওয়াও শুষ্কই থাকবে। রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না৷ বৃষ্টির জন্য দিনের তাপমাত্রা সামান্য পতন হয়েছে৷ আগামী ৭২ ঘণ্টায় পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতন হতে পারে। তবে, শুক্রবার থেকেই ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা।
সোমবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা৷ আগামীকাল থেকে দেখা মিলবে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের। সর্বচ্চো ও সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে৷ শুক্রবার থেকে ফের পারদ চড়বে৷ তার পর আর নতুন করে শীত ফেরার কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷
কলকাতায় রাতের তাপমাত্রা ২২.২ সেলসিয়াস থেকে কমে ২১.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়ায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৯ থেকে ৯৩ শতাংশ।