Home West Bengal থামল বৃষ্টি, রাজ্যে ফের পারদ পতন! কেমন কাটবে গোটা সপ্তাহ?

থামল বৃষ্টি, রাজ্যে ফের পারদ পতন! কেমন কাটবে গোটা সপ্তাহ?

mercury falls in west bengal
mercury falls in west bengal

কলকাতা: ঝর-বৃষ্টি কাটিয়ে ফের ছন্দে গোটা রাজ্য৷ আজ, সোমবার থেকে আবহাওয়ার বদল আসতে চলেছে বলে আগেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস৷ রবিবার পর্যন্ত বাংলার একাধিক জেলায় দুর্যোগ চলেছে। তবে রবিবার শেষবেলা থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করে৷ সোমবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ৷ তবে, আজও বেশ কিছু জেলায় হালকা ঝর-বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ আগামীকাল থেকে পুরোপুরি বদলে যাবে আবহাওয়া৷ 

Advertisements

আলিপুর জানিয়েছে আপাতত ২ মার্চ পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে৷  আজ শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে  হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া-সহ বেশিরভাগ জেলাতেই আজ আর বৃষ্টির সম্ভাবনা নেই।

   

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে সামান্য বৃষ্টি হতে পারে। তবে, ২ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের অন্যান্য জেলার আবহাওয়াও শুষ্কই থাকবে। রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না৷ বৃষ্টির জন্য দিনের তাপমাত্রা সামান্য পতন হয়েছে৷ আগামী ৭২ ঘণ্টায় পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতন হতে পারে। তবে, শুক্রবার থেকেই ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা।

সোমবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা৷ আগামীকাল থেকে দেখা মিলবে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের। সর্বচ্চো ও সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে৷ শুক্রবার থেকে ফের পারদ চড়বে৷ তার পর আর নতুন করে শীত ফেরার কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷ 

কলকাতায় রাতের তাপমাত্রা ২২.২ সেলসিয়াস থেকে কমে ২১.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়ায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৯ থেকে ৯৩ শতাংশ।

Advertisements