স্যালাই দিতেই প্রস্রাবে রক্ত! সন্তান জন্মের পরেই মৃত্যু মায়ের, আশঙ্কাজনক আরও চার প্রসূতি

মেদিনীপুর: স্যালাইন বিভ্রাটের জের! সন্তান জন্ম দেওয়ার পরই মৃত্যু প্রসূতির৷ আরও চার প্রসূতির অবস্থাজনক বলে জানা গিয়েছে৷ এই মর্মান্তিক ঘটনাটি মেদিনীপুর হাসপাতালের৷ এই ঘটনায় উত্তাল গোটা…

medinipur hospital maternal death

মেদিনীপুর: স্যালাইন বিভ্রাটের জের! সন্তান জন্ম দেওয়ার পরই মৃত্যু প্রসূতির৷ আরও চার প্রসূতির অবস্থাজনক বলে জানা গিয়েছে৷ এই মর্মান্তিক ঘটনাটি মেদিনীপুর হাসপাতালের৷ এই ঘটনায় উত্তাল গোটা হাসপাতাল চত্বর৷ ঘটনাস্থলে মোতায়েন বিরাট পুলিশ বাহিনীও। (medinipur hospital maternal death)

এদিন সন্তান জন্ম দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন এক প্রসূতি। শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর। একই কারণে আরও চার প্রসূতির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পরিবারের অভিযোগ, সন্তান জন্ম দেওয়ার পরই ওই পাঁচ প্রসূতির শারীরিক অবস্থার অবনতি শুরু হয়।তাঁদের অভিযোগ, স্যালাইনে কোনও সমস্যা ছিল। সেই কারণেই এই ভয়ানক পরিস্থিতি তৈরি হয়৷ স্যালাইনের ভিতরে ছত্রাক ছিল বলেও গুরুতর অভিযোগ আনা হয়েছে৷ কারও আবার দাবি, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ সেই কারণেই এই পরিস্থিতি৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, ঘটনার তদন্তে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চিকিৎসকরা ঘটনার তদন্ত করে দেখবেন।

   

বুধবার রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে সিজার করা হয় ৬ প্রসূতির৷ বৃহস্পতিবার সকাল থেকেই তাঁদের অবস্থা খারাপ হতে শুরু করে৷ গুরুতর অসুস্থ হয়ে পড়েন ছয় মা। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ICU-তে নিয়ে যাওয়া হয়। ৩ জনকে ভেন্টিলেশনে রাখতে হয়৷ তাঁদের মধ্যেই এক প্রসূতি শুক্রবার সকালে মারা যান৷ জানা গিয়েছে, মৃত প্রসূতির নাম মামণি রুইদাস। তাঁর শ্বশুরবাড়ি গড়বেতায়৷ বাপের বাড়ি কেশপুর থানা এলাকার অন্তর্গত। বুধবার এক পুত্র সন্তানের জন্ম দেন মামণি৷ আগে এক কন্যা সন্তানও রয়েছে তাঁর৷