HomeWest BengalBhangar: ভোটের আগুনে জ্বলছে ভাঙড় বাজার, সংবাদমাধ্যমের উদ্দেশে বোমা-গুলি

Bhangar: ভোটের আগুনে জ্বলছে ভাঙড় বাজার, সংবাদমাধ্যমের উদ্দেশে বোমা-গুলি

- Advertisement -

ভোটের আগুনে জ্বলছে ভাঙড় বাজার৷ সংবাদমাধ্যমের উদ্দেশে বোমা-গুলি করছে, পুলিশ নীরব দর্শক৷ দুস্কৃতিরা বোমা চার্জ করছে, সংবাদমাধ্যম বাধ্য হয়ে পিছিয়ে যাচ্ছে, ছুঁটছে৷ ভাঙড় বাজারে বোমাবাজি, আগুন, ইটবৃষ্টি। ভাঙড়ের রাস্তায় পড়ে রয়েছে বোমা। দূরে দাঁড়িয়ে পুলিশ দর্শক মাত্র। অবাধে চলছে ভাঙচুর। জ্বলছে গাড়ি। সংবাদমাধ্যমকে তাড়া দুষ্কৃতীদের।

মনোনয়নের শেষেও অগ্নিগর্ভ ভাঙড়। পুলিশ ব্যস্ত খাওয়া দাওয়ায়। আতঙ্কিত স্থানীয়রা। পুলিশ নিজেদের কোনো কাজ করছেনা। ঘটনাস্থল থেকে ২০০-৩০০ মিটার দূরে দাঁড়িয়ে পুলিশ। 

   

ভয়ে পালিয়ে যাচ্ছে পুলিশ। হাতে লাঠি, মাথায় হেলমেট পড়ে চলছে ভাঙচুর ‌। বাঁশ নিয়ে চলছে তান্ডব। বিডিও অফিস লাগোয়া এলাকায় তান্ডব। দফায় দফায় পড়ছে বোমা, চলছে গুলি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular