‘অনুব্রতর কোনও অধিকার নেই লাল বাতি গাড়ি ব্যবহারের’, কড়া হুঁশিয়ারি ফিরহাদের

birbhum tmc leader using VIP car with red light

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) লালবাতি গাড়ির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। প্রশ্ন উঠেছে রাজ্য সরকারের কোনও বড় পদাধিকারী না হওয়া সত্ত্বেও কোন অধিকারে অনুব্রত মণ্ডল লালবাতির গাড়ি হাঁকিয়ে বীরভূম থেকে কলকাতায় এলেন!

Advertisements

এবার সেই বিষয় নিয়েই রাজ্যের পরিবহনমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম খুললেন নিজের মুখ। তিনি জানালেন অনুব্রত গাড়িতে লাল বাতি ব্যবহার ঠিক হয়নি। তার কোনও অধিকার নেই লালবাতি গাড়ি ব্যবহার করার।

একইসঙ্গে তিনি হুশিয়ারি দিয়ে জানিয়েছেন, আইন ভেঙে কেউ গাড়িতে লালবাতি কিংবা নীল বাতি ব্যবহার করলে এবার সেই গাড়ি বাজেয়াপ্ত করবে সরকার। খুব শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।

স্পষ্ট ভাবে পরিবহনমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আইনের হাত থেকে রেহাই পাবে না। সে সরকারের হোক বা সাধারণ মানুষ। অনুব্রত মণ্ডল লালবাতি পাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রাপ্ত হন। অনুব্রতর এটা উচিত হয়নি। আমি খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি। লালবাতির তালিকায় যাদের অনুমোদন রয়েছে তাদের মধ্যে অনুব্রত মণ্ডলের নাম নেই।

Advertisements

এখানেই শেষ করেননি পরিবহনমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, লাল বাতি বা নীল বাতি পাওয়ার অধিকারী নন এমন কোনও ব্যক্তি যদি সেই গাড়ি ব্যবহার করে থাকেন, তাহলে তার গাড়ি থেকে শুধু সেই বাতি খুলে নেওয়া হবে এটা ভাবলে ভুল। সেই গাড়ি বাজেয়াপ্ত করা হবে।

সম্প্রতি, সিবিআইয়ের তলবে বীরভূম থেকে কলকাতা আসার সময় অনুব্রত মণ্ডল লাল বাতি লাগানো গাড়ি ব্যবহার করে এসেছিলেন। তখন থেকে উঠেছিল প্রশ্ন। কার গাড়ি, কোথা থেকে পেলেন এই গাড়ি? জানা গিয়েছিল একটি এনজিওর গাড়ি ব্যবহার করছেন অনুব্রত মণ্ডল। আর শুক্রবার সেই সংক্রান্ত জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়।