মতুয়াদের জমি-ঘর দেওয়া হবে, ঘোষণা মমতার

অবশেষে উদবাস্তুদের জমির পাট্টা বিলি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেন, ‘২৬১টি উদবাস্তু কলোনিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। উদ্বাস্তুদের জন্য বরাবর আন্দোলন…

মতুয়াদের জমি-ঘর দেওয়া হবে, ঘোষণা মমতার

অবশেষে উদবাস্তুদের জমির পাট্টা বিলি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেন, ‘২৬১টি উদবাস্তু কলোনিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। উদ্বাস্তুদের জন্য বরাবর আন্দোলন করেছি। এবার ৫২ হাজারের বেশি মানুষ সরকারের এই কাজের জন্য উপকৃত হবেন। উদ্বাস্তুদের জন্য বনহুগলিতে আবাসন তৈরি করা হচ্ছে। বিগত ৩ বছরে ২৭ হাজার পাট্টা বিলি হয়েছে।’

তিনি মতুয়াদের ইস্যুতে বলেন, ‘মতুয়াদের নিয়ে অনেকেই রাজনীতি করেছেন। যতই রাজনীতি হোক মতুয়ারাও জমির পাট্টা পাবেন। সবাই ঘর, জমি পাবেন। বস্তিতে বসবাসকারীরা নিজেদের ঘর পাবেন। চা বাগানের শ্রমিকদের জন্য তৈরি করা হচ্ছে নিজেদের বাড়ি। বাংলার বাড়ি প্রকল্পে ভারতের মধ্যে প্রথম হয়েছে পশ্চিমবাংলা।’

এদিন নেতাজী ইন্ডোর থেকে বিজেপিকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘বিজেপি নিজেরা শাসন করে বলে উত্তরপ্রদেশকে বেশি টাকা দেয়। যখন তখন দেশের ইতিহাস বদলে দেওয়া হচ্ছে। দেশের ঐতিহ্য নষ্ট করা হচ্ছে। ভোট এলেই সাধু সাজার চেষ্টা চলছে। হেরিটেজ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এখনও অবধি প্রায় ৮০-৯০ হাজার কোটি টাকা দিল্লির কাছ থেকে পাই। ভ্যাকসিন দিতে কেন্দ্র দেরি করেছে, ফলে কত লোক কোভিডে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। রেল, সেল, সব বিক্রি করে দেওয়া হচ্ছে।’

Advertisements

এদিন কংগ্রেসকেও নিশানা করতে ছাড়েন না মমতা। নাম না করে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিশানা করে বলেন, ‘ ভোট এলেই কোয়েল-দোয়েল নিয়ে আসছে, আর ভোট গেলেই সব হাওয়া।’