Uttar 24 Parhana: মতুয়াদের গাড়ি আটকে মারধরের অভিযোগ, শান্তনু ঠাকুরের হুমকি

Shantanu Tagore

মতুয়া (Matnu) মেলায় যোগ দিতে গিয়ে আক্রাম্তের অভিযোগ। তার জেরে রাজনীতি সরগরম। সাংসদ দিলেন হুমকি। মতুয়া প্রতিনিধিদের অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া নরেন্দ্রপুর থেকে ২৯ তারিখ রাতে ঠাকুরনগরের উদ্দেশ্যে বাসে করে রওনা হয় মতুয়া দল। অভিযোগ, গভীর রাতে সেই বাসে উত্তর ২৪ পরগনার বারাসাত কাজীপাড়া এলাকায় কিছু যুবকের হামলা হয়।

Advertisements

যাত্রীদের অভিযোগ, মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি করা হয়। প্রতিবাদ করতে গেলে সুমন হালদার ও দলপতি বিধান হালদারকে গাড়ি থেকে নামিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ । সুমন হালদার গুরুতর আহত। কলকাতাতে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মতুয়া দলের পক্ষ থেকে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

   
Advertisements

বৃহস্পতিবার রাতে মতুয়া দলটির প্রতিনিধিরা এসে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির শান্তনু ঠাকুরের দ্বারস্থ হন । সাংসদের বক্তব্য ওই এলাকায় এর আগেও দুষ্কৃতী মূলক কাজ কর্ম চললেও পুলিশ ব্যবস্থা নেয় না। তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে মতুয়ারা মতুয়াদের মতন দেখে নেবে । তার জন্য দায়ী থাকবে প্রশাসন ।