Monday, December 8, 2025
HomeWest BengalMalda: কুয়ো থেকে উঠছে কাদা, গবাদিপশুর মানুষ একই পুকুরের জল খাচ্ছে

Malda: কুয়ো থেকে উঠছে কাদা, গবাদিপশুর মানুষ একই পুকুরের জল খাচ্ছে

- Advertisement -

আবহাওয়া দফতর বলছে যে বৃষ্টি হবে, বিভিন্ন জেলা ভিজলেও বেশ কয়েকটি জেলা কিন্তু তাতে খামতি থাকছে। কয়েকটি জায়গায় চরম গরমে শুকিয়েছে গ্রামের কুয়োর জল। যা জল উঠছে তাও কাদাজল। কী করে তা পান যোগ্য হবে! ফলে ভরসা পুকুর।

যেখানে গবাদি পশুদের স্নান করানো হয়, সেই পুকুরের জলকে আপাতত পানের যোগ্য করে তুলছেন গ্রামবাসীরা। বাধ্য হয়ে পুকুরের জলই খেতে হচ্ছে গ্রামবাসীদের।

   

ঘটনাটি ঘটেছে মালদা (Malda) জেলার গাজোল ব্লকের একাধিক গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। অযোগ্য পানীয় জল খেয়ে একাধিক মানুষের চর্মরোগ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যখন কুয়োর জল শেষ হয়ে যায় তখন বাধ্য হয়ে এই পুকুরের জল খেতে হয়। এই পুকুরে মানুষ থেকে শুরু করে গবাদিপশুদের স্নান, বাসন মাজা, কাপড় কাচার মতো সমস্ত কাজই হয়। সেই পুকুরের জলকে পানীয় হিসেবে গ্রহণ করতে হচ্ছে এখন।

অন্যদিকে বাসিন্দাদের অভিযোগের কেন্দ্রে তৃণমূল কংগ্রেস। সমস্যার কথা মেনে নিয়ে দ্রুত সমাধানের জন্য পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।

বিজেপি তরফে কটাক্ষ করে জানানো হয়েছে, কেন্দ্রীয় টাকার শ্রাদ্ধ করা হচ্ছে এখানে। যা প্রয়োজন পানীয় জল তার কোনও ব্যবস্থা করছে না রাজ্য সরকার।

সিপিআইএমের অভিযোগ, জনগণকে চরম বিপদের মুখে ফেলছে টিএমসি। তাদের সঙ্গে বিজেপির সেটিং আছে।

মালদার জেলাশাসক জানিয়েছেন, বিডিওকে গোটা পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular