বিভাগীয় প্রধানের সাথে প্রথম বর্ষের এক ছাত্রের বিয়ের ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ে। সেই রেশ কাটতে না কাটতেই এবার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটলো বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষা চলাকালীন এক ছাত্রী ছাদে উঠে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
সোমবার এম টেক এর পরীক্ষা চলছিল, পরীক্ষায় নকল করার অপরাধে মৃত ছাত্রীর খাতা নিয়ে নেওয়া হয়। জানা যাচ্ছে সেই মানসিক অবসাদেই ছাত্রী আত্মহত্যা করেছে। পড়ুয়াদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের গাফিলতিতে অ্যাম্বুলেন্স আসতে দেরি হয় আর তাতেই ছাত্রীর মৃত্যু হয়েছে। অধ্যাপকদের একাংশের দাবি এতো সি সি টিভি র কড়া নিরাপত্তা পেরিয়ে ছাত্রী কিভাবে ছাদ অব্দি পৌছালো
ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেল থেকেই ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ছাত্ররা। আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো ধোঁয়াশা কাটেনি। বিশ্ববিদ্যালয়ে নিজস্ব অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও কেন চালক কে সময় মত পাওয়া গেলোনা তা নিয়েও প্রশ্ন তুলেছে ছাত্ররা। বিয়ে বিতর্কের মেঘ শর্তে না সরতেই আবার কাঠগড়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে এখনো মুখ খোলেননি।
তবে আত্মহত্যার পিছনে অন্য কারণ ও থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে। সব মিলিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছেনা ম্যাকাউটের, একের পর এক চাঞ্চল্যকর ঘটনাতে কার্যত আঙ্গুল উঠছে কর্তৃপক্ষের দায়িত্বের উপর।