সবজি থেকে মাছ মাংসের দাম আবারও বাড়ার মুখে, মধ্যবিত্তের মাথায় হাত

সামনে উৎসবের মরশুম। সেই দিকে তাকিয়ে খোলাবাজারে সমস্ত সবজির দাম (Market Price) কমাতে তৎপর রাজ্যের কৃষি বিপণন দপ্তর। দপ্তরের দাবি, গত এক মাসে সব্জির যে দাম ছিল, তার থেকে অনেকটাই এখন কমেছে। এবার লক্ষ্য, উৎসব মরশুমের আগেই সব্জির দামকে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসা। কিন্তু খুচরো বাজারের মূল্যবৃদ্ধির পরে এ বার মাথা চাড়া দিচ্ছে পাইকারি দর।

আজকের কলকাতার বাজার দর

   

এদিন সবজি বাজারে (Market Price) জ্যোতি আলুর কেজি প্রতি দাম রয়েছে ২০- ২২ টাকা (পাইকারি বাজার দর প্রতি কিলো ১৩-১৬ টাকা)। চন্দ্রমুখী আলুর দাম ২৮- ৩০ টাকা প্রতি কেজি (পাইকারি বাজার দর প্রতি কিলো ২০-২২ টাকা)। পাশাপাশি বর্তমানে বেগুনের প্রতি কেজিতে দাম রয়েছে ৬০ টাকা। টমেটো ১৫০- ১৭০ টাকা প্রতি কেজি। কাঁচা লঙ্কার প্রতি কেজি ১০০-১৫0 টাকা। ৩০০ টাকা আদার প্রতি কেজিতে দাম রয়েছে।

টানা বৃষ্টিতে আজ ভিজবে রাজ্য, মহানগরীতেও ভারী বর্ষণের আশঙ্কা

ঢ্যাঁড়শ প্রতি কেজি কিনতে পারেন ৪০ টাকাতে। পটল প্রতি কেজি ৫০ টাকা। পেঁপের প্রতি কেজিতে দাম রয়েছে ৩০ টাকা। ফুলকপি প্রতি পিস ৩০-৪৫ টাকা, বাঁধাকপি প্রতি পিস ২৫-৩০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা কিলো, কাঁকরোল ৫০ টাকা কিলো, শিম প্রতি কিলো ৫০ টাকা, বরবটি ৫০ টাকা কিলো, চিচিঙ্গা ৪০ টাকা প্রতি কিলো, গাজর প্রতি কিলো ৫০ টাকা পেঁয়াজের প্রতি কেজিতে দাম রয়েছে ৩০ টাকা (পাইকারি বাজার দর প্রতি কিলো ১২-১৮ টাকা)।

সামান্য হাতে গোনা কয়েকটি মাছ বাদে সব মাছেরই দাম চড়া আজকের বাজারে। বাজারে রুই মাছের কেজি ২৫০ টাকা। কাতলা প্রতি কেজি ৪০০ টাকা। ইলিশ মাছের দাম রয়েছে ৭০০- ১৫০০ টাকা প্রতি কেজি। বাজারে প্রতি কেজি ভোলা মাছের দাম রয়েছে ৩০০-৪০০ টাকা। ভেটকির দাম প্রতি কেজিতে রয়েছে ৫০০ টাকা। পাবদা মাছের প্রতি কেজিতে দাম শুরু হচ্ছে ৩৫০ টাকা থেকে।

তেলাপিয়ার প্রতি কেজি ১৫০- ২৪০ টাকা। লোটে মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৮০- ১২০ টাকা। আবার বাজারে ফের চড়েছে মাংসের দাম। প্রতি কেজি চিকেনের দাম রয়েছে ২০০-২২০ টাকা। গোটা মুরগির দাম রয়েছে প্রতি কেজিতে ১৫০-১৬০ টাকা। খাসির মাংস প্রতি কেজির দাম ৭৫০- ৮০০ টাকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন