আপনি কি হাওড়ার লোকালের যাত্রী? তাহলে সপ্তাহান্তে চূড়ান্ত ভোগান্তি! বাতিল বহু ট্রেন

কলকাতা: আন্দুল চলছে কাজ। তাই জন্য গত কয়েক সপ্তাহ ধরেই সপ্তাহান্তে দক্ষিণ পূর্ব রেলের বহু ট্রেন বাতিল হচ্ছে। শনিবারও এই শাখায় বাতিল হয়েছে ৬৬ লোকাল।…

many trains were canceled on the south eastern railway division on saturday and sunday

কলকাতা: আন্দুল চলছে কাজ। তাই জন্য গত কয়েক সপ্তাহ ধরেই সপ্তাহান্তে দক্ষিণ পূর্ব রেলের বহু ট্রেন বাতিল হচ্ছে। শনিবারও এই শাখায় বাতিল হয়েছে ৬৬ লোকাল। ফলে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, শনিবার খড়গপুর থেকে হাওড়ামুখী কোনও ট্রেন এখনও ছাড়েনি। সকাল সাতটা নাগাদ আন্দুল স্টেশনে ট্রেন বাতিলের ঘোষণা করা হয়। বিভিন্ন স্টেশনে এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। ট্রেন চলাচল কবে স্বাভাবিক হবে? সময়সূচি জানাতে পারেনি রেল। শুধু জানিয়েছে, বর্তমানে এনআই এর কাজ চলছে।

   

আদ্রা ডিভিশনেও বাতিল হয়েছে ট্রেন। রবিবার তুপকাডি-রাজবেড়া শাখায় সাবওয়ের কাজ হবে। তার জন্য আগামিকাল (৭ জুলাই) সকাল ৯.১৫ থেকে বিকেল ৬. ১৫ পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে। যে কারণে ওইদিন ডিভিশনে চলাচলকারী চারটি ট্রেন বাতিল করা হয়েছে। একটি ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। চারটি ট্রেনকে ঘুরপথে চালানো হবে।

উপনির্বাচনে এই কেন্দ্রে বিরাট ধাক্কা খেতে পারে তৃণমূল!

দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রবিবার ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ মেমু এক্সপ্রেস, ১৩৫০৩/১৩৫০৪ বর্ধমান-হাটিয়া এক্সপ্রেস, ১৩৩১৯/১৩৩২০ দুমকা-রাঁচি এক্সপ্রেস এবংে ০৮৬৯৫/০৮৬৯৬ বোকারো-রাঁচি মেমু এক্সপ্রেস ট্রেন ৭ জুলাই বাতিল করা হয়েছে।

এছাড়া ১৮০১৩/১৮০১৪ হাওড়া-বোকারো এক্সপ্রেস ট্রেনটি রবিবার আদ্রা পর্যন্ত চলবে। ১৩৩৫১ ধানবাদ-আলাপুজা এক্সপ্রেস, ০২৮৩১ ধানবাদ-ভুবনেশ্বর স্পেশাল ট্রেনগুলো ওইদিন চলবে ঘুরপথে। ১২৮১১ আনন্দবিহার-হাটিয়া ঝাড়খণ্ড স্বর্ণজয়ন্তী এক্সপ্রেস ও ১২৮০১/১২৮০২ পুরী-নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেন শনিবার (৬ জুলাই) ঘুরপথে চলবে।

কলকাতায় খেলা চরমে! জগন্নাথ মন্দিরকে বলে বলে চ্যালেঞ্জ তিরুপতি মন্দিরের