শিয়ালদহ শাখায় রেলের গুরুত্বপূর্ণ কাজ, সপ্তাহান্তে বাতিল একাধিক লোকাল ট্রেন

শিয়ালদহ শাখায় (Sealdah division) রেলওয়ে ট্রাফিক এবং লেভেল ক্রসিং সংক্রান্ত একগুচ্ছ কাজের জন্য আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি সপ্তাহান্তে বেশ কয়েকটি লোকাল ট্রেন (local trains)…

many-local-trains-cancelled-in-sealdah-division-this-weekend-here-is-the-list

শিয়ালদহ শাখায় (Sealdah division) রেলওয়ে ট্রাফিক এবং লেভেল ক্রসিং সংক্রান্ত একগুচ্ছ কাজের জন্য আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি সপ্তাহান্তে বেশ কয়েকটি লোকাল ট্রেন (local trains) বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। শিয়ালদহ ডিভিশনের তরফে শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শিয়ালদহ, বনগাঁ, লালগোলা, গেদে, হাবড়া, রানাঘাট সহ বেশ কয়েকটি রুটের ট্রেন বাতিল করা হয়েছে এবং সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ থেকে বিভিন্ন রুটে চলা ডাউন ট্রেনগুলি ১৫ ফেব্রুয়ারি শনিবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ৪৫ মিনিট পর্যন্ত বাতিল থাকবে। একইভাবে আপ ট্রেনগুলো ১৬ ফেব্রুয়ারি রবিবার সকাল ৮টা ৪৫ পর্যন্ত চলবে না। এই কাজগুলি চালানোর জন্য কৃষ্ণনগর সিটি ও লালগোলা স্টেশনের মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লক তৈরি করা হবে। পাশাপাশি সাবওয়ে এবং লেভেল ক্রসিংয়ের কাজও চলবে।

   

বিশেষভাবে বলা যায়, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-গেদে, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-লালগোলা, নৈহাটি-ব্যান্ডেল সহ অন্যান্য বেশ কয়েকটি রুটে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি সম্পূর্ণভাবে ট্রেন বাতিল করা হবে। এর মধ্যে শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-গেদে, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-লালগোলা, নৈহাটি-রানাঘাট, কৃষ্ণনগর-আজিমগঞ্জ এবং অন্যান্য ট্রেনেরও বাতিল রয়েছে।

এছাড়াও কিছু ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে যেমন শিয়ালদহ-বনগাঁ লোকাল হাবড়া পর্যন্ত চলবে, বনগাঁ-শিয়ালদহ লোকাল হাবড়া থেকে ছাড়বে এবং শিয়ালদহ-লালগোলা মেমু প্যাসেঞ্জার রেজিনগর পর্যন্ত চলবে। কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল কল্যাণী সীমান্তের বদলে কল্যাণী পর্যন্ত চলবে।

কিছু ট্রেনের (local trains) সময়সূচি পরিবর্তন করা হয়েছে, যেমন শিয়ালদহ-বনগাঁ, বারাসত-বনগাঁ এবং লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার ট্রেনগুলির সময়সূচি অন্তত ৩০ মিনিট পরে ছাড়বে। যাত্রীরা স্টেশন থেকে ট্রেনের আপডেট জানবেন।

সোমবার থেকে আগত যাত্রীরা ট্রেনের সময়সূচি ও বাতিলের ব্যাপারে স্টেশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।