রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন মনোজ পন্থ (Manoj Path)। রাজ্যের অর্থ দফতরের সচিব ছিলেন তিনি। বর্তমান মুখ্যসচিব বিপি গোপালিকার মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন দেয়নি কেন্দ্র। সেইজন্যই মনোজ পন্থকে নয়া মুখ্যসচিব হিসেবে নিযুক্ত করল রাজ্য। ১৯৯১ ব্যাচের আইএএস ক্যাডার মনোজ পন্থ শনিবার নতুন দায়িত্বভার গ্রহণ করেন। গত ৩১ মে প্রাক্তণ সচিব বিপি গোপালিকার মেয়াদ উত্তীর্ণ হয়।
অজিতের প্রচারে ডাক পাননি মুখম্যন্ত্রী শিন্ডে, ভোটের মুখে বিজেপি জোটে ভাঙন
সেইসময় নির্বাচন চলছিল। বিশেষজ্ঞমহলের ধারনা তাঁর মেয়াদ আরও তিন মাস বাড়ানোর জন্য কেন্দ্রকে আবেদন করেছিল রাজ্য। সেই মতো গোপালিকার মেয়াদ বাড়ায় কেন্দ্র। কিন্তু এবার আর মেয়াদ বাড়ানোর আর্জি জানালেও তাতে সায় দেয়নি মোদী সরকার। শেষপর্যন্ত নতুন নাম বেছে নিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে।
গোটা বিশ্বের মাথাব্যাথার কারণ চিন, কড়া বার্তা জয়শঙ্করের
শুক্রবার আরও কয়েক জন আমলার দায়িত্বভার বদল করেছে রাজ্য। রাজ্যের অর্থ দফতরের সচিব ছিলেন মনোজ পন্থ। তিনি সরে যাওয়ায় সেখানে নিয়ে আসা হয়েছে প্রভাতকুমার মিশ্রকে। প্রভাতকুমার সেচ ও জলসম্পদ দফতরের সচিব ছিলেন। মনোজকে সেচ দফতরের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল।
সায়নের জামিনের বিরুদ্ধে ‘সুপ্রিম’ দ্বারস্থ রাজ্য
যদিও ২৪ ঘণ্টার মধ্যে তাঁকেই করা হল মুখ্যসচিব। অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার অফিসার রোশনি সেন এত দিন মৎস্য দফতরের সচিব পদে ছিলেন। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টরও ছিলেন। জলসম্পদ বিভাগের দায়িত্ব তাঁর হাতে তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।