
News Desk: কম বাজেটে এক কিংবা দুদিনের জন্য ঘুরে আসতে চাইলে চলে যেতে পারেন মন্দারমণি। রাজ্যের ভিতরে অবস্থিত এই সমুদ্র সৈকত পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা।
পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত মন্দারমণি। কলকাতা ও হাওড়ার সঙ্গে জাতীয় সড়কের মাধ্যমে যুক্ত হয়েছে। এই স্থানের প্রধান আকর্ষণ হল লাল কাঁকড়া।
এই জায়গার অপরূপ এবং মনোরম পরিবেশ ভ্রমণপিপাসুদের জন্য উপযুক্ত। বালিয়াড়ি, মাছ ধরার দৃশ্য, লাল কাঁকড়া দেখা ছাড়াও বেশ কয়েকটি ঘোরার জায়গাও রয়েছে মন্দারমণিতে।
মন্দারমণি ঘুরতে এলে পাওয়া যাবে বাঙালি খাবারের আইটেম। পাশাপাশি রয়েছে চাইনিজ ও বিভিন্ন ধরণের মাছের আইটেম।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










