কালীঘাটে চাঞ্চল্য! মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পিস্তল-সহ ধৃত যুবক, তদন্তে পুলিশ

কলকাতা: কালীঘাটে চাঞ্চল্য! ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বড় চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে এক ব্যক্তিকে পিস্তল-সহ আটক করল পুলিশ। ধৃতের নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়।…

Man with pistol arrested near Mamata Banerjee Kalighat home

কলকাতা: কালীঘাটে চাঞ্চল্য! ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বড় চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে এক ব্যক্তিকে পিস্তল-সহ আটক করল পুলিশ। ধৃতের নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায়।

Advertisements

কালীঘাটের বাড়িতে ঢোকার চেষ্টা

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার নাম করে তাঁর কালীঘাটের বাড়িতে ঢোকার চেষ্টা করে ওই ব্যক্তি৷ সঙ্গে সঙ্গে তাঁকে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। তল্লাশির সময় যুবকের কাছে থেকে উদ্ধার হয় একটি পিস্তল এবং কয়েকটি গুলি। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে কালীঘাট থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে আটক করে। এই ঘটনার পর বড়সড় নাশকতার ছক ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে৷

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৃত যুবক দেবাঞ্জন সল্টলেকের বাসিন্দা। যুবকের ব্যাগ তল্লাশি করে পিস্তল ও গুলি উদ্ধার করে। তল্লাশি চলাকালীন তার পরিচয়পত্রও পাওয়া গিয়েছে। পরিচয়পত্র অনুযায়ী দেবাঞ্জন সল্টলেকের একটি বেসরকারি স্কুলের কর্মী। জেরার মুখে দেবাঞ্জন দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই তিনি কালীঘাটের বাড়িতে এসেছিলেন। তবে সঙ্গে কেন পিস্তল নিয়ে এসেছিলেন, এই প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি৷

আগেও এমন ঘটেছে Man with pistol arrested near Mamata Banerjee Kalighat home

পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জনকে জেরা করে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। নিরাপত্তা সংক্রান্ত বড় প্রশ্ন উঠেছে। এর আগে ২০২২ সালেও মুখ্যমন্ত্রীর বাসভবন চত্বরে এক অজ্ঞাত পরিচয় যুবক পাঁচিল টপকে ঢুকে গিয়েছিলেন। ওই যুবক এক রাত বাড়িতে ছিলেন এবং মুখ্যমন্ত্রীর গাড়ি রাখার জায়গায় পৌঁছেছিলেন।

মুখ্যমন্ত্রী বাসভবন মূলত তিনটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে। কালীঘাটের ওই পাড়ার গলি যেখানে বাড়ি অবস্থিত, সেখানে কড়া নজরদারি থাকার কথা। তারপরও বারবার নিরাপত্তা ভেঙে ঢুকছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা—এটাই পুলিশের কাছে চিন্তার বিষয়।

ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করছে কালীঘাট থানার পুলিশ।