Cooch Behar: লুকিয়ে ছিল স্বামী, স্ত্রী আসতেই ছুরি দিয়ে কোপ…তারপর?

বর্বরতা! নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করে পলাতক স্বামী। ঘটনাটি মেখলিগঞ্জ ব্লকের। জানা গিয়েছে, মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের খালেরবাড়ির বাসিন্দা সুবল বর্মনের সঙ্গে সুচিত্রা বর্মনের প্রেমের সম্পর্ক ছিল। পরে তাঁরা পালয়েও যায়। এরপর সামাজিক মতে বিয়ে হয় দুজনের।

Advertisements

এই দম্পতির দুটি কন্যাসন্তানও রয়েছে বলে জানা গিয়েছে। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে সংসারিক অশান্তি লেগেই থাকত। যার ফলে চার বছর আগে দুই সন্তানকে নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে মহিলার বাপের বাড়িতে ওঠে ওই দম্পতি। সেখানে নিজেদের বাড়িও তৈরি করে তারা। কিন্তু দাম্পত্য কলহ থামেনি।

অভিযুক্ত সুবল বর্মন কয়েক দিন আগে বাইরে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। শনিবার সন্ধ্যায় ফিরলেও বাড়িতে না ঢুকে পাশের পাট খেতে লুকিয়ে ছিল। এরপর গতকাল রাতে সুচিত্রা বাড়ির কলপাড়ে গেলে অভিযুক্ত ছুরি নিয়ে তাঁর উপর হামলা চালায়। তার পেটে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করা হয়।

Advertisements

এরপর সুচিত্রার চিৎকার শুনে ছুটে আসে তাঁর ছোট বোন ও মা। প্রতিবেশিদের সহযোগিতায় রাতেই গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে। জলপাইগুড়ি নিয়ে যাওয়ার পথে গাড়িতেই মৃত্যু হয় ওই গৃহবধূর।

এই ঘটনার পর থেকেই অভিযুক্ত সুবল বর্মন পলাতক। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, “সুবল বর্মন নামে একজন ওনার স্ত্রীকে ছুরি দিয়ে মেরেছেন। অভিযুক্ত যুবক পলাতক। ঘটনায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চলছে।“