রাতের বেলা মেয়েদের বাইরে বেরনো নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য মমতার!

West Bengal CM Accuses Centre of Misusing SIR, NRC to Create Fear Among Citizens

কলকাতা: অবশেষে দুর্গাপুরে (Durgapur) ওড়িশা থেকে আগত ডাক্তারি ছাত্রীর গণধর্ষণের ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘটনার দায় সম্পূর্ণ এড়িয়ে গিয়ে কলেজ কর্তৃপক্ষ, ওড়িশা এমনকি নির্যাতিতার ঘাড়ে পর্যন্ত কার্যত ‘দোষ চাপিয়ে’ দিলেন মমতা।

Advertisements

তাঁর প্রশ্ন, “আমি শুনেছি রাত ১২.৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে। অত রাতে মেয়েটি ক্যাম্পাসের বাইরে গেল কীভাবে? বিশেষ করে মেয়েদের নিজেদের রক্ষা করা উচিৎ।” এরপর তিবি বলেন, বিভিন্ন রাজ্য থেকে যেসব ছেলেমেয়েরা পড়তে আসেন, আমি তাঁদের অনুরোধ করব রাতের বেলা বাইরে না বেরতে। পুলিশ তো আর বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না”।

   

ওড়িশার তুলনা টানলেন মমতা

রবিবার দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ পরিদর্শনে যাওয়ার আগে দুর্গাপুরের ঘটনায় বেসরকারি কলেজ কর্তৃপক্ষের ঘাড়ে দায় ঠেললেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, “বেসরকারি মেডিক্যাল কলেজেরও একটা দায় আছে। আমি শুনেছি রাত ১২.৩০ টা নাগাদ ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন ওই ছাত্রী। বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর উচিৎ রাতে মেয়েদের বাইরে বেরতে না দেওয়া”।

Advertisements

এরপরেই ওড়িশার গণধর্ষণের উদাহরণ টানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “তিন সপ্তাহ আগে পুরীর সমুদ্র সৈকতে এক ছাত্রী গণধর্ষণের শিকার হন। সেই ঘটনায় ওড়িশা সরকার কি ব্যবস্থা নিয়েছিল? বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, “ওই জায়গাগুলোতে ধর্ষিতা আদালতে যাওয়ার আগেই রাস্তা জ্বালিয়ে দেওয়া হয়। আমরা কোনও ঘটনাকেই সমর্থন করি না। অভিযুক্তদের কাউকে ছাড়া হবে না”।

রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে বিজেপির নিশানায় তৃণমূল

শুক্রবার রাতে দুর্গাপুরের শোভাপুর এলাকার একটি বেসরকারি মেডিক্যাল কলেজে পাঠরত দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কান্ডে ফের তোলপাড় রাজ্য। আর জি কর, আইন কলেজের ঘটনার পরেও টনক নড়েনি প্রশাসনের বলে তোপ দেগেছে বিজেপি। শুধু তাই নয়, “ধর্ষকদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ” বলেও কটাক্ষ করেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এক্সে পোস্ট করে ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির আইটি শাখার প্রশান অমিত মালব্য সহ একাধিক বিজেপি নেতা-মন্ত্রী।