কলকাতা: হিন্দু ধর্মের রীতি-নীতি নিয়ে ফের প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দশমীর সকালে সমাজমাধ্যমে “কালীঘাটে কেলেঙ্কারি” নামক ভিডিওতে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কালীঘাট মন্দিরের দক্ষিণা কালি মা-এর দিকে এঁটো ছুঁড়ে ফেলেছেন!
এক্সে শুভেন্দুর তোপ, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এটা কি করছেন? কালীঘাট মন্দিরের গর্ভগৃহে পুরোহিত আপনাকে মা দক্ষিণা কালীর চরণামৃত বা প্রসাদ কিছু একটা দিয়েছেন, যা আপনি মাথায় ছোঁয়ালেন, মুখেও গ্রহণ করলেন, দিয়ে সেটাই আবার মা-এর দিকে ছুঁড়ে দিলেন? প্রসাদ হোক বা চরণামৃত বা অন্যকিছু যেটা আপনি গ্রহণ করে মুখে নিলে তা এঁঠো হয়ে যায়, আর সেই এঁঠো মা-এর দিকে ছোঁড়া যায় না, এটা অনাচার।”
https://x.com/SuvenduWB/status/1973604205358137661
পাশপাশি, ৫১ সতীপীঠের অন্যতম কালীঘাট মন্দিরের মাহাত্ম্য উল্লেখ করে মমতার “অনাচার সরাসরি হিন্দুদের বিশ্বাস ও আস্থার উপর আঘাত এবং শাস্ত্র বিরোধী”, বলে কটাক্ষ করলেন শুভেন্দু। এবছর দুর্গাপুজোর মন্ডপ উদ্বোধন থেকে শুরু করে মহাষ্টমীর দিন অঞ্জলির পরিবর্তে মাজার দর্শন, মাথায় কাপড় দিয়ে পুজো উদ্বোধন, মমতার (mamata Banerjee) কর্মকান্ডের বিরুদ্ধে তোপ দাগছে বিজেপি (BJP)। ‘সংখ্যালঘু ভোটব্যাংক’ সুরক্ষিত রাখতে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের উপর আঘাত করছেন বলে অভিযোগে সরব গেরুয়া শিবির। বিজয়া দশমীর দিনও তার অন্যথা হল না।
এদিন শুভেন্দু (Suvendu Adhikari) লেখেন, “মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূলের নেতৃত্ব তাদের ৩০ শতাংশ ভোটব্যাঙ্ককে সুরক্ষিত করতে অত্যন্ত সচেতন ভাবেই বার বার হিন্দুদের বিশ্বাস ও আস্থায় আঘাত দিয়ে চলেছেন। আমাদের আরাধ্য দেবদেবীকেও এনারা ছাড়ছেন না। এর আগে ওনারই দলের এক সাংসদ মা কালী সম্পর্কে কটুক্তি করেছিলেন।” তিনি আরও লেখেন, “কালীঘাট মন্দিরে পুজিতা মা দক্ষিণা কালী অত্যন্ত জাগ্রত বলেই আমাদের বিশ্বাস, নিশ্চিত ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাপাধ্যায় আপনাকে এর ফল ভোগ করতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু রীতি-নীতি বিষয়ে অজ্ঞতা আবারো প্রকাশ্যে এলো।”
যদিও, এসব অভিযোগ বিজেপির ‘বিভেদের রাজনীতির অঙ্গ’ বলেই পাল্টা অভিযোগ করে আসছে তৃণমূল কংগ্রেস (TMC)। পিতৃপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো মন্ডপ উদ্বোধন-বিতর্কে পাল্টা তোপ দেগেছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। পশ্চিমবঙ্গে বিজেপির মূল উদ্দেশ্য ধর্মীয় মেরুকরণ এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশৃঙ্খলা তৈরি করা বলে বরাবর অভিযোগ করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনও পর্যন্ত শুভেন্দুর এদিনের বক্তব্যের কোনও পাল্টা প্রতিক্রিয়া দেয়নি শাসকদল।