কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষকের৷ ২০১৬ সালের এসএসসি নিয়োগ পাওয়া ২ হাজার ৭৫২ জনের চাকরি বাতিলের পর রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ নিতে তৎপর হয়ে উঠেছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তলব করা হয়েছে৷ নবান্নে বিশেষ বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে বলে সূত্রের খবর। (Mamata summons Bratya Basu to Nabanna)
বাংলার ইতিহাসে প্রথম এমন ঘটনা Mamata summons Bratya Basu to Nabanna
শিক্ষা দফতরের একাধিক কর্মকর্তার দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ বাংলার ইতিহাসে প্রথম এমন ঘটনা, যেখানে এত সংখ্যক নিয়োগ বাতিল হল। শিক্ষাসচিব বিনোদ কুমার জানিয়েছেন, “আমরা দ্রুত এই নির্দেশনার বিস্তারিত পর্যালোচনা করব এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ফ্রেশ সিলেকশন প্রসেস নিয়ে আরও আলোচনা করতে হবে।”
এদিকে, ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কারচুপির অভিযোগের পর সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দেয়। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানায়, এই নিয়োগে সঠিকভাবে যোগ্য প্রার্থীদের বাছাই করা সম্ভব হয়নি এবং ব্যাপক অনিয়ম হয়েছে।
তিন মাসের মধ্যে নতুন সিলেকশন Mamata summons Bratya Basu to Nabanna
নতুন সিলেকশন প্রক্রিয়া আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে এবং এই তিন মাসের মধ্যে যারা বৈধ, তারা আগের জায়গাতেই কাজ চালিয়ে যাবেন। তবে, ব্ল্যাঙ্ক OMR শিট জমা দেওয়া প্রার্থীরা নতুন সিলেকশনে অংশ নিতে পারবেন না। ইতিমধ্যেই সেই প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছে।
এখন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার কী ধরনের সমাধানমূলক পদক্ষেপ নেয়, তা লক্ষ্য রাখার বিষয়।