সোমবার রাজ্য বিধানসভায় আয়োজিত তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, “তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং তাকে সব ধরনের সহযোগিতা দেবেন।”
এদিন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বালু ব্যবসা নিয়ে যে অভিযোগ ওঠেছে, তা পুরোপুরি ভিত্তিহীন। আমরা শুধু মানুষের স্বার্থে কাজ করছি, আর কেউ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সমস্ত মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে।”
এই বিষয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবারও বালুর বিরুদ্ধে তোপ দেগে বলেন, “রাজ্য সরকারের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে জড়িত লোকজন এখনও মুক্ত রয়েছেন, এবং তারা রাজ্যের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করছে। আমি চাই, এই সমস্ত বিষয়গুলো শীঘ্রই তদন্ত করা হোক এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক।”
এদিন শুভেন্দু অধিকারী আরও বলেন, “কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর উচিত, যত দ্রুত সম্ভব জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের বিরুদ্ধে গিয়ে কোলকাতাতে হাইকোর্টে মামলা রুজু করা। তার জামিন বাতিল করা জরুরি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি যদি দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ না নেয়, তাহলে রাজ্যের শাসক দল আরও বেশি অরাজকতা সৃষ্টি করবে।”
জানা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে জামিনে মুক্ত থাকলেও তাঁর বিরুদ্ধে ইডি আরও তদন্ত চালাচ্ছে। বিরোধী পক্ষের মতে, এই তদন্ত আরও গতি পেলে রাজ্যে বেআইনি ব্যবসা এবং দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এখন দেখার বিষয়, শুভেন্দু অধিকারীর দাবির পর ইডি কার্যকরী কি পদক্ষেপ গ্রহণ করে।