নির্বাচনী আবহে সরগরম বাংলা। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন কলকাতা থেকে অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদ ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধছেন, ঠিক তখনই বাঁকুড়ার বীরসিংহপুরের সভা থেকে পাল্টা আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহাভারতের ‘দুঃশাসন’ ও ‘দুর্যোধন’ বলে আক্রমণ করে তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় এলেই এই দুই চরিত্রের আবির্ভাব ঘটে।
পহেলগাঁও হামলা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
বাংলাকে ‘সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য’ বলে অমিত শাহ যে দাবি করেছিলেন, তার তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, “কাশ্মীরে যদি সন্ত্রাসবাদ না-ই থাকে, তবে পহেলগাঁও হামলা হল কীভাবে? ওই হামলা কি আপনারাই করিয়েছেন? দিল্লিতে লালকেল্লার কাছে হামলার নেপথ্যে কারা ছিল?” উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও লস্কর-ই-তৈবার হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছিল এবং নভেম্বরে দিল্লিতে লালকেল্লার সামনে জইশ-ই-মহম্মদের গাড়ি বিস্ফোরণে ১৫ জন নিহত হন। কেন্দ্রের গোয়েন্দা ব্যর্থতা ঢাকতেই শাহ বাংলাকে কালিমালিপ্ত করছেন বলে দাবি করেন মমতা।
“SIR একটি এআই (AI) স্ক্যাম” Mamata slams Amit Shah on Pahalgam attack
ভোটার তালিকা সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, রাজবংশী, মতুয়া এবং আদিবাসীদের লক্ষ্য করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। মমতার দাবি, “SIR-এর নামে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে দেড় কোটি বাঙালির নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলার ষড়যন্ত্র চলছে। এটি একটি বড় জালিয়াতি বা স্ক্যাম। এই যন্ত্রণায় অনেক বিএলও (BLO) আত্মহত্যা করেছেন।” মমতা হুঁশিয়ারি দেন, যদি একজনও বৈধ নাগরিকের নাম তালিকা থেকে বাদ যায়, তবে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে তৃণমূল।
অনুপ্রবেশ ও সীমান্ত জমি ইস্যু
অমিত শাহ অভিযোগ করেছিলেন, রাজ্য সরকার জমি দিচ্ছে না বলেই ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না। এর জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “রেলওয়ের সমস্ত প্রকল্পের জন্য আমরা জমি দিয়েছি। পেট্রাপোল ও চ্যাংড়াবান্ধা সীমান্তেও জমি দেওয়া হয়েছে। ওনারা মিথ্যা কথা বলছেন।”
বাঙালি শ্রমিকদের ওপর হামলা নিয়ে সরব
ওড়িশা, রাজস্থান এবং উত্তরপ্রদেশের মতো বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হওয়া অত্যাচারের নিন্দা করেন মমতা। ওড়িশার সম্বলপুরে ১৯ বছরের জুয়েল শেখকে ‘বাংলাদেশি’ সন্দেহে পিটিয়ে মারার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, “আমরা চাইলে কলকাতার ‘উৎকল ভবন’ ঘেরাও করতে পারতাম। কিন্তু আমরা সৌহার্দ্য বজায় রেখেছি।”
অমিত শাহের তিন দিনের বঙ্গ সফরের মাঝেই মমতার এই আক্রমণ বুঝিয়ে দিল, ২০২৬-এর নির্বাচনী লড়াই মূলত জাতীয়তাবাদ বনাম বাঙালি আবেগের ওপর ভিত্তি করেই হতে চলেছে।
West Bengal: Mamata Banerjee slams Amit Shah and PM Modi as ‘Dushyasahan’ and ‘Duryodhana’ at her Bankura rally. She questions the Centre over the Pahalgam attack and labels the SIR voter revision as an AI scam targeting Matuas and minorities ahead of 2026.
