মুখ্যমন্ত্রীর ডাকা ‘শেষ’ বৈঠকে সম্মতি জুনিয়ার ডাক্তারদের

আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কালিঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যাবেন আন্দোলনকারীরা। মুখ্যসচিবের পাঠানো মেলের প্রেক্ষিতেই এদিন আলোচনায় বসেছিলেন জুনিয়র ডাক্তাররা (junior Doctors Meeting) বৈঠকেই…

আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কালিঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যাবেন আন্দোলনকারীরা। মুখ্যসচিবের পাঠানো মেলের প্রেক্ষিতেই এদিন আলোচনায় বসেছিলেন জুনিয়র ডাক্তাররা (junior Doctors Meeting) বৈঠকেই ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে সকলেই সম্মত হয়েছে বলেই জানা গিয়েছে। সেই মতো বিকেল পাঁচটায় রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে বৈঠকে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ ইতিমধ্যেই ধর্ণামঞ্চে হাজির হয়েছে বাস৷

পাশাপাশি মুখ্যসচিবের উদ্দেশ্য যে মেল করা হয়েছে, সেখানে জুনিয়ার চিকিৎসকদের দাবি, দুইপক্ষের ভিডিওগ্রাফার থাকতে হবে৷ বৈঠক শেষে চিকিৎসকদের হাতে তুলে দিতে হবে সেই ফাইল৷

   

আগামীকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার তৃতীয় শুনানি। তার আগে সোমবার ফের মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকের জন্য ডাক পেলেন আন্দোলনকারীরা (Junior Doctors meeting)। এদিন ইমেল করে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের বৈঠকের আহ্বান জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। তবে মেলে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয় যে এটি সরকারের তরফে পঞ্চম ও শেষ চেষ্টা। এদিন মুখ্যমন্ত্রীর তরফে বৈঠকের মেল পেতেই নড়েচড়ে বসেন জুনিয়র ডাক্তারেরা।

নিজেদের মধ্যে আলোচন করে তবেই বৈঠকে বসার বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তাঁরা। মেলে স্পষ্ট জানানো হয়, গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, গত মঙ্গলবার অর্থ্যাৎ ১০ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য। তাই এটা আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করানোর জন্য আমাদের তরফে পঞ্চম এবং শেষতম চেষ্টা। খোলামনে আলোচনার জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, সুচিন্তার জয় হবেই। চিঠিতে দুপক্ষের আলোচনার মিনিটস বা কার্য বিবরণী শেয়ার করা হবে বলে পরিস্কার জানানো হয়েছে। তবে লাইভ স্ট্রিমিং নিয়ে কোনও উল্লেখ ছিল না রাজ্যের তরফে পাঠানো মেলে।