লন্ডন: দু’বছর আগে স্পেন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সময় মাদ্রিদের সেন্ট্রাল পার্কে হাঁটতে হাঁটতে খানিক দৌড়ে নিয়েছিলেন তিনি৷ সেই স্মৃতি ফিরল ব্রিটেনে৷ সোমের সকালে লন্ডনের হাইড পার্কেও দৌড়াতে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রীকে৷ (Mamata Banerjee’s Warm Up In Saree)
সাদা শাড়ি ও স্লিপারে হাইড পার্কে মমতা Mamata Banerjee’s Warm Up In Saree
এদিন সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লন্ডনের হাইড পার্কে সাদা শাড়ি ও স্লিপার পরে জগিং করতে দেখা যায়। তৃণমূল নেতা কুণাল ঘোষ তাঁর এই সফরের একটি ভিডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যেখানে মুখ্যমন্ত্রীকে বাকিংহ্যাম প্যালেস থেকে হাইড পার্ক পর্যন্ত হাঁটতে দেখা যায়৷ সেই সঙ্গে শহরের সৌন্দর্যও উপভোগ করেন তিনি।
লন্ডন। সকাল। মুখ্যমন্ত্রী বললেন,’ ওয়াক নয়, ওয়ার্ম আপ। হাইড পার্কের ভিডিও।’ একটু পরে হাইকমিশনে যাওয়া। pic.twitter.com/do6JsmeHtO
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 24, 2025
মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়ি ও সবুজ পাড়ের শাড়ি ও পায়ে চেনা স্লিপার গলিয়েই লন্ডনের রাস্তায় হেঁটে বেড়ান, সঙ্গে ছিল কালো কার্ডিগান ও শাল। তিনি এক পোস্টে বলেন, “আজ হাঁটা নয়, এটি একটি ওয়ার্ম-আপ।” বিদেশে জগিংয়ের এ ধরনের দৃশ্য আগে স্পেনেও দেখা গিয়েছিল, যখন মাদ্রিদে সাদা শাড়ি ও স্লিপারে তিনি একটি ‘রিফ্রেশিং মর্নিং’ কাটান।
তবে ওয়ার্ম আপ কথাটা তিনি মন্দ বলেননি৷ ঠাসা কর্মসূচি নিয়ে তিনি ব্রিটেনে গিয়েছেন৷ আজ ভারতীয় দূতাবাসে কর্মসূচি রয়েছে৷ মঙ্গলবার শিল্প সম্মেলন, বুধ এবং বৃহস্পতিবারেও কর্মসূচি রয়েছে তাঁর৷ এ সবের আগে গা ঘামানো শুরু হল সোমের সকাল থেকে।
পশ্চিমবঙ্গ ও ব্রিটেনের সম্পর্ক Mamata Banerjee’s Warm Up In Saree
মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার লন্ডনে পৌঁছান। তাঁর এই সফরের উদ্দেশ্য পশ্চিমবঙ্গ ও ব্রিটেনের সম্পর্ক আরও শক্তিশালী করা। তিনি বলেন, “বেঙ্গল ও ব্রিটেনের সম্পর্ক বহু বছরের, যা ইতিহাস, সংস্কৃতি এবং বাণিজ্যে গভীরভাবে নিহিত।”
লন্ডনে পৌঁছে তিনি শহরের ঐতিহ্য ও সৌন্দর্য উপভোগ করে বলেন, “কলকাতা যেমন তার ঐতিহাসিক গৌরবে গর্বিত, তেমনই লন্ডনও অতীতের ঐতিহ্য ধরে আজকের আধুনিক সময়ে এগিয়ে চলেছে।” তিনি আশা প্রকাশ করেন, “পশ্চিমবঙ্গ ও ব্রিটেনের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আমাদের সম্পর্কের বন্ধন আরও গভীর হবে।”
West Bengal: West Bengal CM Mamata Banerjee jogs in London’s Hyde Park during her UK tour. Viral video shows her enjoying the city’s beauty while walking from Buckingham Palace to Hyde Park. A nostalgic moment reminiscent of her Madrid visit two years ago.