Ukraine War: ইউক্রেন ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা

ইউক্রেন ইস্যুতে এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চিঠিতে পাশে থাকার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যুদ্ধ আবহে সকল রাজনৈতিক…

Ukraine War: ইউক্রেন ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা

ইউক্রেন ইস্যুতে এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চিঠিতে পাশে থাকার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

যুদ্ধ আবহে সকল রাজনৈতিক বিরোধীতা সরিয়ে সোমবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে যে কোনো পরিস্থিতিতে পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, ‘দেশের মর্যাদা যাতে অক্ষুণ্ন থাকে তা আমাদের নিশ্চিত করতে হবে। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে সবাই পাশে আছি। যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আন্তর্জাতিক শান্তিরক্ষায় ভারতের প্রতিশ্রুতি সম্পর্কে সবাই জানে।’

এদিন মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে

Advertisements

ইউক্রেন ইস্যুতে সোমবার এক হাইভোল্টেজ বৈঠক ডাকেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি।

জানা গিয়েছে, এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। কেন্দ্রীয় সূত্রের খবর, এবার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেণ রিজিজু এবং ভি কে সিং ভারতীয় ছাত্রদের ফিরিয়ে আনতে বিশেষ দূত হিসেবে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলিতে যাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।