‘নিট বাতিল…’, মোদীকে কড়া চিঠি মুখ্যমন্ত্রী মমতার

নিট পরীক্ষায় অনিয়মের (Mamata Banerjee) ঘটনায় দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। লক্ষ লক্ষ পরীক্ষার্থী নিট পরীক্ষা বাতিলের দাবিতে পথে নেমেছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠি…

mamata-banerjee-writes-to-pm-modi-abolish-neet-revert-to-old-system

নিট পরীক্ষায় অনিয়মের (Mamata Banerjee) ঘটনায় দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। লক্ষ লক্ষ পরীক্ষার্থী নিট পরীক্ষা বাতিলের দাবিতে পথে নেমেছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠি পাঠিয়ে নিট পরীক্ষা বাতিলের দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব রাজ্যের হাতে তুলে দেওয়ার আর্জি জানান তিনি।

২০১৩ সাল থেকে নিট পরীক্ষার মাধ্যমে সর্বভারতীয় স্তরে মেডিক্যাল কলেজে ভর্তি শুরু হয়েছে। তার আগে রাজ্যের বোর্ডগুলি পৃথকভাবে মেডিক্যালে প্রবেশিকা পরীক্ষা নিত। সেই পরীক্ষার মাধ্যমে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে শিক্ষার্থীরা ভর্তি হতেন। কিন্তু ২০১৪-২০১৫ সালেও এই ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি, কারণ বিভিন্ন বোর্ডের আপত্তি ছিল।

   

২০১৬ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে স্থির হয়, সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে ২০১৬ সাল থেকে নিট পরীক্ষা কেন্দ্রীয় ভাবে হলেও এই ‘দুর্নীতি’র কথা এবারই প্রথম প্রকাশ্যে আসে।

নবান্নে রণংদেহী মমতা! পুর-পরিষেবা জবরদখল নিয়ে মন্ত্রী-মেয়রদের চাঁচাছোলা ভর্ৎসনা

এদিনের চিঠিতে মমতা লিখেছেন, এক ভাবী চিকিৎসকের লেখাপড়া এবং ইন্টার্নশিপের জন্য গড়ে ৫০ লক্ষ টাকা খরচ করে রাজ্য সরকার। তাই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তির অধিকার রাজ্যের হাতেই থাকা উচিত।

গত ৫ মে, রবিবার নিট ইউজি পরীক্ষা হয়। ওই দিনই পটনার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রশ্নের ফোটোকপি বিলি করার অভিযোগ পায় পুলিশ। তদন্তকারীদের অনুমান, নিট কেলেঙ্কারির জাল ছড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, হরিয়ানা, গুজরাত, ওড়িশা, মধ্যপ্রদেশ, কর্নাটক-সহ একাধিক রাজ্যে।

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (২০২৪) বাতিলের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়। মামলাকারীরা অভিযোগ করেন যে, এবার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। অন্যান্য অনিয়মও হয়েছে। সমস্ত দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং এনটিএকে নোটিস দিয়ে জবাব তলব করেছে।

অস্বস্তি বাড়ল মমতার ‘বন্ধু’ মুখ্যমন্ত্রীর! আপাতত তিহাড় জেলেই কেজরি