ধর্ষণের কড়া আইন চেয়ে প্রধানমন্ত্রীকে মমতার চিঠি,কেন্দ্রের কোর্টে বল ঠেলার কৌশল?

ধর্ষণ রুখতে কড়া আইন আনা হোক দেশে। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) বৃহস্পতিবার চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফার্স্ট স্ট্র্যাক…

Crimes Against Women Unforgivable PM Modi Amid Kolkata Rape-Murder Protests , আরজি করের প্রতিবাদের মধ্যেই গর্জে উঠলেন প্রধানমন্ত্রী মোদী, কড়া বার্তা মমতাকে

ধর্ষণ রুখতে কড়া আইন আনা হোক দেশে। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) বৃহস্পতিবার চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফার্স্ট স্ট্র্যাক কোর্টের মাধ্যমে ১৫ দিনের মধ্যে যাতে দোষীর বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করা যায়, সেই নিয়েও চিঠিতে সওয়াল করেছেন মমতা। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।

আরজি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে কর্মবিরতি প্রত্যাহার এইমসের আবাসিক চিকিৎসকদের

   

বৃহস্পতিবারই তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে পোস্ট দিয়ে পশ্চিমবঙ্গ-সহ দেশের সমস্ত রাজ্যের সরকারকে অনুরোধ করেছেন ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার বিষয়ে কেন্দ্রীয় সরকারকে ‘চাপ’ দিতে।  তিনি বলেন, ”  গত ১০ দিনে দেশে ৯০০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রতি দিন ৯০টি ধর্ষণের ঘটনার রিপোর্ট লেখানো হয়েছে। অর্থাৎ প্রতি ঘণ্টায় চারটি এবং প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণের ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। ”  তার পরেই নবান্নের তরফে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা প্রকাশ্যে এল।

ব্যাঙ্ক চালানো আর দেশ চালানো এক নয়, ইউনূসের অনভিজ্ঞতায় ফের অস্থিরতার আশঙ্কায় ভারত

আরজি কর কাণ্ডে যখন ক্রমশই কোনঠাসা রাজ্য সরকার, আর তখনই কড়া আইনের দাবি মমতার এই চিঠি আদতে ঘুরিয়ে কেন্দ্রের কোর্টেই বল ঠেললেন মমতা-অভিষেক। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ কেন্দ্রের ওপর এই চাপ এখন বাড়বে, এবং যদি সেই আইন পাশ করতে না পারে তাহলে ফের চেপে ধরবে বিরোধীরা।

নিরাপত্তারক্ষীর উপর ঝাঁপিয়ে পড়ল চার নাবালক, পরিণতি শুনলে আঁতকে উঠবেন আপনিও

এদিকে, বিজেপির ঘরে অধিকাংশ সাংসদের বিরুদ্ধেই ফৌজদারি তথা ধর্ষণের মামলা রয়েছে। সুতরাং মোদী-শাহদের পক্ষে তা করা যে খুব একটা সহজ হবে না তা বলাইবাহুল্য।