‘মানুষকে হয়রান করছে কমিশন’! ৪৮ ঘণ্টায় ফের জ্ঞানেশ কুমারকে চিঠি মমতার

Mamata Banerjee writes letter to CEC

কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়ে ৪৮ ঘণ্টার ব্যবধানে ফের দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পাঠানো এই চিঠিটি নিয়ে গত কয়েকমাসে তিনি মোট পাঁচটি চিঠি পাঠালেন কমিশনকে। এবারের চিঠিতে মুখ্যমন্ত্রীর আক্রমণের কেন্দ্রে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ (AI)-এর ভুল প্রয়োগ এবং সাধারণ ভোটারদের হয়রানি।

এআই-এর ভুল ও তথ্য বিভ্রাট

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকা ‘ডিজিটাইজ়ড’ করতে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যে ইংরেজি অনুবাদ করা হয়েছে, তাতেই বিপত্তি ঘটেছে। এর ফলে ভোটারদের নাম, বয়স, লিঙ্গ এবং সম্পর্কের তথ্যে অজস্র ভুল ধরা পড়ছে। মমতা চিঠিতে লিখেছেন, “সামান্য বানান ভুলের জন্যও মানুষকে নোটিস পাঠিয়ে শুনানিতে ডেকে হয়রান করা হচ্ছে। অথচ এই ছোট সমস্যাগুলো অফিসে বসেই সমাধান করা সম্ভব।”

   

নথি জমা দিলেও মিলছে না রসিদ Mamata Banerjee writes letter to CEC

মমতার আরও অভিযোগ, এসআইআর-এর শুনানিতে ভোটাররা প্রয়োজনীয় নথি জমা দিলেও তাঁদের কোনও রসিদ বা প্রমাণ দেওয়া হচ্ছে না। পরবর্তীকালে কমিশনের তরফে দাবি করা হচ্ছে যে, নথি পাওয়া যায়নি। এই অজুহাতে অনেক প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে বলে দাবি করেছেন তিনি। তাঁর কথায়, “ভোটার তালিকা সংশোধন দরকার, কিন্তু প্রকৃত ভোটারদের বাদ দিয়ে নয়।”

শুভেন্দুর পাল্টা আক্রমণ

মুখ্যমন্ত্রীর এই ধারাবাহিক চিঠির প্রেক্ষিতে পাল্টা তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিতে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে অবাধ ও স্বচ্ছ ভোট নিশ্চিত করতে এই SIR প্রক্রিয়া অত্যন্ত জরুরি। মুখ্যমন্ত্রীর দাবি করা ‘এসআইআর-এর কারণে ৭৭ জনের মৃত্যু’র অভিযোগকে ‘মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছেন শুভেন্দু। তিনি সাফ জানিয়েছেন, বিশিষ্ট ব্যক্তিদের নোটিস পাঠানো নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই, কারণ আইনের চোখে সকলেই সমান।

সংঘাতের আবহ

২০ নভেম্বরের পর থেকে ধাপে ধাপে ২ ডিসেম্বর, ৩ জানুয়ারি, ১০ জানুয়ারি এবং সর্বশেষ ১২ জানুয়ারি অর্থাৎ সোমবার চিঠি দিলেন মমতা। শনিবারের চিঠিতে তিনি হাতে লিখেছিলেন, “মনে হয় না উত্তর পাব, তবু কর্তব্য পালন করছি।” রাজনৈতিক মহলের মতে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে এই আইনি ও রাজনৈতিক লড়াই আগামী দিনে আরও তীব্র হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন