Mamata Banerjee: ‘চুরির প্রমাণ কই?’, প্রশ্ন তুলেই মানহানি মামলার হুঁশিয়ারি মমতার

mamata-banerjee-bjp-looted-votes-in-west-bengal-in-lok-sabha-elections

শিক্ষা, পুরসভায় নিয়োগ, কয়লা, গরু পাচারের নানা দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের মন্ত্রী, বিধায়ক নেতারা। তৃণমূলকে চোর বলে কটাক্ষ করছে বিরোধীরা। ভোটের বাজাকে যা রীতিমত অস্বস্তিতে ফেলছে শাসক শিবিরকে। তা নিয়েই এবার সরব হলেন মুখ্যমন্ত্রী। শ্রীরামপুরের সভা থেকে সোমবার মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী।

Advertisements

মমতা বলেন, ‘রোজ বলছে তৃণমূল চোর। কোথায় চুরি করেছে? প্রমাণটা কোথায়? হাওয়া তুলে দিয়েছে। আমি তো যাচ্ছি মানহানির মামলা করতে। রোজ সংবাদমাধ্যমে উল্টোপাল্টা বলা! আমি নিজে মামলা করতে যাচ্ছি।” তিনি আরও বলেন, “আমি এবার আর ছাড়ার পাত্রী নই। আমি ধরব, ভাল করে আঁটোসাঁটো করে ধরব। আপনার নামে কোনও প্রমাণ নেই, তথ্য নেই। চোর বানিয়ে দেব! জীবনে একটা চা কারও কাছ থেকে খাইনি।’

BJP: জামিন চাইতে গিয়েছিলেন আদালতে! বিজেপি নেত্রীকে জেলে পাঠালেন বিচারক

Advertisements

মমতার দাবি, রাজ্যবাসীর জন্য যতটা সম্ভব, ততটা করেন তিনি। মমতা বলেন, এটা আমাদের কর্তব্য। তবে এর জন্য আপনাদেরই কৃতিত্ব দিতে হবে। আপনারা আমাদের সুযোগ দিয়েছেন কাজ করার। কথা না রাখতে পারার থেকে মৃত্যু ভাল।