বন্যা নিয়ে কেন্দ্রকে নিশানা করেই শুভেন্দু গড়ে পা রাখলেন মমতা

বাংলার বন্যা নিয়ে বুধবার কেন্দ্রীয় সংস্থা ডিভিসিকে কাঠগড়ায় তুলেছেন তিনি (Mamata Banerjee)। পরশুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ডিভিসির পাশাপাশি ঝাড়খণ্ডের হেমন্ত সরকারকেও তোপ দেগে মমতা…

mamata banerjee visit ghatal medinipur to supervise flood situation

বাংলার বন্যা নিয়ে বুধবার কেন্দ্রীয় সংস্থা ডিভিসিকে কাঠগড়ায় তুলেছেন তিনি (Mamata Banerjee)। পরশুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ডিভিসির পাশাপাশি ঝাড়খণ্ডের হেমন্ত সরকারকেও তোপ দেগে মমতা বলেন, “নিজেদের রাজ্যকে বাঁচাতে ডিভিসি জল ছাড়ছে ঝাড়খণ্ড। আর তাতে বাংলা ডুবছে।” ডিভিসির ওপর কার্যত ক্ষোভ উগরে দেন তিনি। বাংলার ক্ষতি করছে ডিভিসি। ইচ্ছা করে বাংলার ক্ষতি করতে চাইছে কেন্দ্রীয় সংস্থাটি। এই মর্মেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুরনো ‘ম্যানমেড বন্যা’ তত্ত্ব বলে দাবি করেছেন।

Mamata Banerjee: নিজের রাজ্যকে বাঁচাতে ডিভিসির জল ছাড়ছে ঝাড়খণ্ড, মমতার নিশানায় হেমন্ত

   

এরই মধ্যে হুগলি থেকে শুভেন্দু গড় অর্থ্যাৎ মেদিনীপুরে পা রাখলেন মুখ্যমন্ত্রী। এদিন ঘাটালে গিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। বুধবার মেদিনীপুরেই থাকবেন মুখ্যমন্ত্রী। তারপর আগামীকাল অর্থ্যাৎ বৃহস্পতিবার জেলার প্লাবিত অংশ ঘুরে দেখবেন। কাঁসাই নদীর বাঁধ ভেঙে দাসপুর, ডেবরার মতো অঞ্চলে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। গত জুলাইতে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে বৈঠক করেছিলেন। তবে সেই বিষয় এখনও কতদূর জল গড়িয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে রাজনৈতিক মহলের।

Mamata banerjee: বন্যা কবলিত হাওড়া-হুগলি পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মঙ্গলবার ডিভিসি থেকে প্রায় দেড় লক্ষ কিউসেক জল এক সঙ্গে ছাড়ার ফলে হাওড়ার নিম্ন দামোদর এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উদয়নারায়ণপুর এবং আমতায় দামোদর এবং মুণ্ডেশ্বরী নদীর জল এখন বিপদসীমার উপর দিয়ে বইছে। উদয়নারায়ণপুরে নদী তীরবর্তী গ্রামগুলিতে বুধবার ভোর থেকে জল বাঁধ টপকে ঢুকে পড়েছে। আমতার ভাটোরা দ্বীপ এলাকার বেশ কিছু জায়গায় মুণ্ডেশ্বরী নদীর জল হু-হু করে ঢুকছে। পুজোর আগে বন্যা পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে বেশ কয়েক দিন ধরে। তার মধ্যে মমতা সিদ্ধান্ত নিয়েছেন সরেজমিনে বন্যাবিধ্বস্ত কিছু এলাকা পরিদর্শন করে দেখার।

গত কয়েক দিনে লাগাতার বৃষ্টি আর ডিভিসির জল ছাড়ার ফলে বন্যা কবলিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দামোদর নদে অতি প্লাবনের ফলে বন্যা কবলিত জেলা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাওড়া, হুগলির মতো জেলাগুলি পরিদর্শনে যাওয়ার কথা জানানো হয় রাজ্য প্রশাসনের তরফে।

পুজোর আগে বাড়ছে দুর্যোগ, আরও ছাড়ল জল, ভয়াবহ বন্যা পরিস্থিতি!

গত জুলাইতেও প্রবল দুর্যোগের ফলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল উত্তরবঙ্গের একাধিক জেলায়। ধস নেমে রাস্তা বন্ধ হয়েছিল দার্জিলিং, কালিম্পঙের মতো জেলাগুলিতে অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বিস্তৃর্ণ এলাকাও জলমগ্ন হয়েছিল। তখন প্রশাসনের তৎপরতায় উদ্ধার হয় বহু মানুষ।